১৯৮ রানের লক্ষ্য তাড়ায় ৬১ রানে নেই ৫ উইকেট। মুখ থুবড়ে পড়েছিল বিপিএলের গত আসরের চ্যাম্পিয়ন দল ফরচুন বরিশাল। সেখান থেকেই দলকে তুলে ধরেন মাহমুদউল্লাহ রিয়াদ। ১১ বল হাতে রেখে দুর্বার রাজশাহীকে ৪ উইকেটে হারিয়ে ১১তম আসরে দারুণ শুরু পেলো বরিশাল।
শুরুতে ব্যাটিং বিপর্যয়ের পর শাহিনশাহ আফ্রিদিকে নিয়ে ইনিংসের হাল ধরেন রিয়াদ। ওই জুটিতে আসে ২৫ বলে ৫১ রান। ১৭ বলে ৩ ছ্ক্কায় ২৭ রান করে ফেরেন আফ্রিদি। এর পর ফাহিম আশরাফকে নিয়ে বাকি পথ পাড়ি দেয় বরিশাল। সপ্তম উইকেটে রিয়াদ-ফাহিমের জুটিতে আসে ৩৫ বলে ৮৮ রান। প্রথম ৯ বলে ২ রান করা ফাহিম শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ২১ বলে ৭ ছ্ক্কায় ৫৪ রানে। আর দলের হাল ধরা রিয়াদের ব্যাটে আসে ২৬ বলে ৫ চার ও ৪ ছক্কায় ৫৬ রানের অপরাজিত ইনিংস। রাজশাহীর তাসকিন ৩টি ও হাসান মুরাদ ২টি উইকেট নেন।
এর আগে বিজয়-ইয়াসিরের ১৪০ রানের জুটিতে ৩ উইকেটে ১৯৭ রান তোলে রাজশাহী। ২ উইকেটে ২৫ রান থেকে এরপর জুটি গড়েন এনামুল বিজয় ও ইয়াসির আলী। ১৮তম ওভার এসে ভাঙে সেই জুটি। ততক্ষণে রাজশাহীর রান ১৬৫। রাজশাহী অধিনায়ক এনামুল বিজয় খেলেন ৫১ বলে ৬৫ রানের ইনিংস। তিনি ৪টি চার ও ৫টি ছক্কা হাঁকান। বিজয় ফিরলেও শেষ পর্যন্ত ঝড় চালান ইয়াসির। শেষ পর্যন্ত ৪৭ বলে অপরাজিত ৯৪ রানের ইনিংস খেলেন তিনি। ইনিংসে ৭টি চার মেরেছেন, ছক্কা হাঁকিয়েছেন ৮টি। প্রায় সেঞ্চুরির কাছে গিয়েও পারেননি। তবে শেষ ৫ ওভারে তার ঝড়েই ৭৫ রান সংগ্রহ করে রাজশাহী।
Leave a Reply