আলোচিত ২০২৪ সালের বিদায়ঘণ্টা বাজছে। নতুনকে বরণ করার অপেক্ষা। এ বছর ক্রীড়াঙ্গনে নানা ঘটনা ঘটেছে। এর মধ্যে যেমন সাফল্য আছে, ব্যর্থতাও একেবারে কম নয়। ফুটবল, ক্রিকেট, কাবাডি মিলিয়ে ছয় শিরোপার দেখা মিলেছিল। যদিও ক্রিকেটে জাতীয় দলের কোনো প্রাপ্তি নেই। তার পরও বাংলাদেশের ইতিহাসে কখনো এক বছরে এত ট্রফি জয়ের রেকর্ড নেই। বছরে আলোচিত টুর্নামেন্ট ছিল টি-২০ বিশ্বকাপ। শেষ ম্যাচে বাংলাদেশের সেমিফাইনাল খেলার সম্ভাবনা থাকলেও আফগানিস্তানের কাছে হেরে তা সম্ভব হয়নি। মে মাসে অনুষ্ঠিত এ আসরে সাকিব আল হাসানদের দায়িত্বহীন পারফরম্যান্স নিয়ে দেশে সমালোচনার ঝড় বয়ে যায়।
যাক, জাতীয় দল ব্যর্থ হলেও যুবারা দেশকে ট্রফি উপহার দিয়েছেন। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ক্রিকেটে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে। ফাইনালে ভারতকে দাঁড়াতেই দেয়নি। প্রথমে ব্যাট করতে নেমে ১৯৮ রান তুললেও ৫৯ রানের বিশাল ব্যবধানে জয় পেয়েছে আজিজুল হাকিম তামিমের নেতৃত্বে ৩০ লাখ শহীদের বিনিময়ে পাওয়া বাংলাদেশ। ৮ ডিসেম্বর শিরোপা নির্ধারণী ম্যাচ অনুষ্ঠিত হয়। এটি ছিল আসরে বাংলাদেশের টানা দ্বিতীয় শিরোপা। জাতীয় দল তিনবার এশিয়া কাপের ফাইনালে উঠলেও কখনো চ্যাম্পিয়ন হতে পারেনি। সেখানে কি না যুবাদের টানা দুই শিরোপা। মেয়েদের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে বাংলাদেশ ফাইনালে উঠলেও দুর্ভাগ্যক্রমে ভারতের কাছে হেরে যায়।
ফুটবলে জাতীয় পুরুষ দলের বছরটা কেটেছে আগের মতোই। কোনো সুখবর নেই। বড় প্রাপ্তি ছিল নারী সাফ চ্যাম্পিয়নশিপে জাতীয় দলের শিরোপা অক্ষুণ্ন রাখা। সত্যি বলতে কি, যেভাবে তুচ্ছতাচ্ছিল্য করা হয়েছিল তাতে সাবিনা খাতুনরা ফাইনাল খেলতে পারবেন কি না সে সংশয় ছিল। নতুন কোচ পিটার বাটলারকেও নিয়ে ছিল বিতর্ক। অথচ কথায় নয়, মাঠেই শিরোপা জিতে মেয়েরা জবাব দিয়েছেন তারাই সেরা। ২০২২ সালে ফাইনালে স্বাগতিক নেপালকে হারিয়ে প্রথম শিরোপা জিতেছিলেন সাবিনারা। এবারও ৩০ অক্টোবর শিরোপা নির্ধারণী ম্যাচে নেপালকে ২-১ গোলে পরাজিত করেন।
যুব এশিয়া কাপজয়ী বাংলাদেশ : বিজয়ের মাস ডিসেম্বরে ভারতকে হারিয়ে এশিয়া সেরা হয় টাইগার যুবারা
দেড় যুগ ধরে জাতীয় দলের সাফে ফাইনাল খেলাটা স্বপ্নে পরিণত হয়েছে। মেয়েরা সেখানে টানা দুই শিরোপা জিতলেন। এতে প্রমাণ মেলে নারী দলের অগ্রগতি। বয়সভিত্তিক সাফ ফুটবলেও মেয়েরা চ্যাম্পিয়ন হয়েছেন। ফেব্রুয়ারিতে ঢাকায় অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ সাফে বাংলাদেশ ও ভারত যৌথ চ্যাম্পিয়ন হয়েছে। শ্বাসরুদ্ধকর এ ফাইনালে নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র থাকার পর টাইব্রেকারেও ফল নিষ্পত্তি হয়নি। উভয় দল ১১টি গোল করার পর ভারত খেলতে অস্বীকৃতি জানায়। এতে যৌথ চ্যাম্পিয়ন করা হয়। বাইলজ অনুযায়ী বাংলাদেশকেই চ্যাম্পিয়ন ঘোষণা করা উচিত ছিল। নেপালে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৬ সাফে বাংলাদেশের মেয়েরা চ্যাম্পিয়ন হন। নেপালের আসরে ফাইনালে টাইব্রেকারে ভারতকে ৩-২ গোলে হারায় বাংলাদেশ।
পুরুষ ফুটবলে একমাত্র প্রাপ্তি ছিল অনূর্ধ্ব-২০ সাফে বাংলাদেশের শিরোপা। আগস্টে নেপালে অনুষ্ঠিত এ আসরে ফাইনালে মারুফুল হকের প্রশিক্ষণে বাংলাদেশ ৪-১ গোলে হারায় নেপালকে। চব্বিশে জাতীয় দলের প্রাপ্তি আহামরি কিছু না হলেও নতুন বছরে নতুন রূপে জাতীয় দলের দেখা মিলতে পারে। হামজা চৌধুরীর মার্চেই বাংলাদেশের জার্সিতে অভিষেক হবে। কাবাডিতে জাতীয় দল বঙ্গবন্ধু কাপে টানা চারবার চ্যাম্পিয়ন হয় চলতি বছরেই। ২০২৪ সালে অনুর্ধ্ব-২১ হকিতে বাংলাদেশ চ্যম্পিয়ন হলেও তা ছিল বাছাই পর্বে।
Leave a Reply