আজ শেষ হচ্ছে জাতীয় লিগ টি-টোয়েন্টি। পর্দা উঠছে প্রায় ১৪ বছর পর মাঠে গড়ানো এই আসরের। শিরোপা নির্ধারণী ফাইনালে মুখোমুখি হবে ঢাকা মেট্রোপলিটন ও রংপুর বিভাগ।
মঙ্গলবার দুপুর ১২টা ৩০ মিনিটে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এ খেলা শুরু হবে বলে জানা গেছে।
টি-টোয়েন্টিতে নতুন তারকা তুলে আনার প্রচেষ্টা ও বিপিএলের প্রস্তুতি হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ২০১০ সালের পর পুনরায় আয়োজন করে এনসিএল। যেখানে বিদেশী তারকা তো দূর নেই জাতীয় দলের অনেকেই।
এর ফলে স্বাভাবিকভাবেই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের মতো অর্থের ঝনঝনানি নেই এনসিএলে। তবে তরুণ ক্রিকেটারদের নিজেদের প্রমাণে যা হয়ে উঠে বড় সুযোগ। সুযোগটা বেশ ভালোভাবেই কাজে লাগিয়েছেন ক্রিকেটাররা।
মোটা অঙ্কের অর্থের ঝনঝনানি না থাকলেও লিগ চ্যাম্পিয়নদের জন্য প্রাইজমানিসহ আরো কিছু অর্থ পুরস্কার থাকছে। শিরোপা নির্ধারণী শেষ লড়াইয়ের আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রকাশ করেছে প্রাইজমানির তালিকা।
জানা গেছে, চ্যাম্পিয়ন দলকে দেয়া হবে ২০ লাখ টাকা। রানার্আপ দল পাবে তার অর্ধেক, ১০ লাখ টাকা। আসরের সেরা ক্রিকেটার পুরস্কার হিসেবে পাবেন এক লাখ টাকা। আর ফাইনালের সেরা ক্রিকেটারও পাবেন ৫০ হাজার টাকা।
টুর্নামেন্টের সেরা ব্যাটার ও বোলারের জন্যও থাকছে পুরস্কার। তাদের জন্য বরাদ্দ ৫০ হাজার টাকা করে।
Leave a Reply