অভিনয়ের জনপ্রিয় মুখ রুনা খান। বয়স ৪১ হলেও লাবণ্য ধরে রেখেছেন তারুণ্যের মতো। তার কাছে যেন হার মানছে বয়সের অঙ্কও! দিন যত গড়াচ্ছে, ততই যেন রূপের দ্যুতি ছড়াচ্ছেন। তারই প্রমাণ দিলেন আরও একবার। শীতের শুরুতেই খোলামেলা লুকে হাজির হলেন এই অভিনেত্রী।
আজ বৃহস্পতিবার সকালে ফেসবুকে এই অভিনেত্রী শেয়ার করেন সাদা গাউন পরা কিছু ছবি। আর যা নজর কেড়েছে তার ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের। মূলত ছবিগুলো একটি ফ্যাশন কোম্পানির প্রচারণার অংশ। প্রকাশিত ছবিগুলোর মন্তব্যের ঘর বলে দেয়- নায়িকার প্রশংসায় পঞ্চমুখ সবাই।
এদিকে, বর্তমানে রুনার বয়স চল্লিশের কোটায়। এই বয়সে এসেও আবেদনময়ী তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, ৮০ বছর বয়সেও মডেলিং করতে চান তিনি।
অভিনেত্রীর কথায়, ‘আমারই সমবয়সি অপূর্ব, নিশো। ওরাও তো দেখতে আকর্ষণীয়। ওদেরকে তো এই প্রশ্ন করা হয় না, তাদের পরিবার আছে, সন্তান আছে, তারপরও কেন আকর্ষণীয় লাগছে! তো ৪০-৪২ বছর বয়সী অপূর্বকে, শুভকে সুন্দর-আকর্ষণীয় দেখালে ৪০-৪২ বছর বয়সী রুনা খান, বাঁধনদেরকেও সুন্দর, আকর্ষণীয় দেখাতে পারে, একই জিনিস।’
সঙ্গে যোগ করে তিনি আরও বলেন, ‘আমার কাছে আসলে সৌন্দর্যের প্রতীক আমার মা। এছাড়াও শর্মীলা (শর্মীলা আহমেদ) আন্টি, দিলারা জামান তারা। আমি যদি বেঁচে থাকি, সুস্থ থাকি তাদের বয়স পর্যন্ত, তাহলে ওনাদের মতো হতে চাই। তারা আশি বছর বয়সে গিয়েও অভিনেত্রী হিসেবে কাজ করেন, কিংবা আইস টুডের কাভার মডেল হতে পারেন।’
Leave a Reply