সরকারের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, সংস্কার কাজ দৃশ্যমান হলেই বহুল কাঙ্ক্ষিত জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
সংবাদ সম্মেলনে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, নির্বাচনই চূড়ান্ত লক্ষ্য এবং সরকার চায় যত দ্রুত সম্ভব প্রয়োজনীয় সংস্কারের পর নির্বাচন হোক।
এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন।
রিজওয়ানা হাসান বলেন, উপদেষ্টা পরিষদের সভায় বৈঠকে কোনো সংগঠনকে নিষিদ্ধ করার বিষয়ে কোনো আলোচনা হয়নি। কারণ একটি সংগঠন ও একজন ব্যক্তির দায়, এই দুইয়ের মধ্যে পার্থক্য রয়েছে।
সূত্র : বিবিসি
Leave a Reply