ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি সতর্ক করে দিয়ে বলেছেন, নিজের জাতীয় স্বার্থ ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষা করার ক্ষেত্রে তেহরান ‘কোনো সীমারেখা’ মেনে চলবে না।
শনিবার ভোররাতে ইরানের কয়েকটি সামরিক স্থাপনায় ইসরাইলি সেনারা আগ্রাসী হামলা চালানোর পর তিনি এ হুঁশিয়ারি দিলেন।
ইরানের সর্বোচ্চ নেতার অফিসিয়াল ওয়েবসাইটকে দেয়া সাক্ষাৎকারে আরাকচি বলেন, ‘আমার মনে হয় আমরা এরইমধ্যে একথা প্রমাণ করতে পেরেছি যে আত্মরক্ষার ক্ষেত্রে আমরা কোনো সীমারেখা মেনে চলি না। আমরা একথা সাবেক ইরাকি শাসক সাদ্দাম হোসেনের আট বছরব্যাপী আগ্রাসনের সময় এবং সাম্প্রতিক বছরগুলো মার্কিন বাহিনীর শত্রুতামূলক পদক্ষেপের বিরুদ্ধে প্রমাণ করেছি।’
ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, তার দেশ বিভিন্ন ক্ষেত্রে বিশেষ করে মার্কিন নিষেধাজ্ঞার ক্ষেত্রে একথা প্রমাণ করেছে যে দেশের জনগণকে রক্ষা করার জন্য যেকোনো ধরনের পদক্ষেপ নিতে তেহরান দ্বিধা করে না।
ইরানের তেহরান, খুজিস্তান ও ইলাম প্রদেশের সামরিক স্থাপনাগুলোতে ইসরাইল হামলা চালিয়েছে বলে ইরানের সশস্ত্র বাহিনী নিশ্চিত করার পর এ হুঁশিয়ারি দিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী।
ইসরাইলি হামলায় ব্যবহৃত ক্ষেপণাস্ত্রগুলোর বেশিরভাগ আকাশে ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। এই বাহিনী বলেছে, ইসরাইলি আগ্রাসনে চার ইরানি সৈন্য নিহত হয়েছেন।
সূত্র : পার্সটুডে
Leave a Reply