1. tasermahmud@gmail.com : admi2017 :
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৩:২৪ পূর্বাহ্ন

ঢাকা বিকেন্দ্রীকরণের উদ্যোগ নিয়েছে সরকার

ইউএস বাংলাদেশ ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪

ঢাকার আশপাশের ও দেশের অন্যান্য এলাকার সিটি করপোরশন ও পৌরসভা এলাকায় নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধি করে ঢাকা বিকেন্দ্রীকরণের উদ্যোগ নিয়েছে সরকার। দেশি ও বিদেশি অর্থায়নে এ প্রকল্প বাস্তবায়ন করা হবে। আজ সোমবার একনেক সভা শেষে করা ব্রিফিংয়ে এসব তথ্য জানান পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ।

পরিকল্পনা উপদেষ্টা বলেন, ‘ঢাকার বাইরে যেসব সিটি করপোরেশন আছে বড় বড়- খুলনা, চট্টগ্রাম, সিলেট, রংপুর এগুলো, আর অনেকগুলো এক শ, দেড় শ পৌর শহর, সংখ্যাটি মনে নাই। এগুলোকে আরও নাগরিক সুযোগ-সুবিধা দিয়ে, ঢাকাকে এত আকর্ষণীয় করে, আমাদের আসলে যেভাবেই হোক যে একটা বিকেন্দ্রীকরণ, ঢাকাভিত্তিক যে নগরনায়ণ হয়েছে সেই নগরায়নের বিকেন্দ্রীকরণ আমাদের করতেই হবে। সেক্ষেত্রে বিকেন্দ্রীকরণের ক্ষেত্রে ঢাকার বাইরের যে জেলা শহরগুলো রয়েছে, যে সিটি করপোরেশনগুলো আছে সেগুলোর যদি সুযোগ-সুবিধা বাড়ানো যায়, এটা একটা বেশ বড় প্রকল্প এবং বহু দিন ধরে চলবে।’

তিনি বলেন, ‘এখানে বিভিন্ন প্রকল্পের কি কি করা হবে, পৌরসভাগুলোতে। এখানে অনেকগুলো দিক আছে, আমরা বিদেশিদের সঙ্গে আগেই বলে নিয়েছি যে প্রকল্প আমরা পাস করছি কারণ এগুলো নীতিগতভাবে ভালো প্রকল্প।’

ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, ‘নগরায়নের বিকেন্দ্রীকরণ হওয়া দরকার। তাতে শিল্পেরও বিকেন্দ্রীকরণে হবে এবং ঢাকার ওপর চাপ কমবে। এগুলো যদি এখনই পাস করে না যাওয়া হয়, যদি আরও সংশোধন করতে যাই তাহলে এই বছরের শেষ পর্যন্ত বৈদেশিক সাহায্য যা বরাদ্দ আছে সেটা আবার চলে যাবে। আবার নতুন করে ওদের সঙ্গে দরকষাকষি শুরু করতে হবে।’

তিনি বলেন, ‘আমরা প্রকল্পের ভেতরে দেখেছি- স্থানীয় সরকারের যিনি উপদেষ্টা তিনি বলেছিলেন, ‘‘এই প্রকল্প পরে নেন, এর মধ্যে অনেক ত্রুটি আছে ‘’ আমি তখন তাকে বলেছি, না এখনই আমরা এটি পাস করে দিই, কারণ বিদেশি অর্থায়নটা অন্তত আমাদের থাকুক। আমরা বিদেশিদের সঙ্গে কথা বলে নিয়েছি, পৌরসভাগুলো মূলত নির্বাচন করা হয়েছে, আমি নাম বলব না। সেগুলো ঠিক একেক অঞ্চল বেশি পেয়েছে, অন্য অঞ্চলে হয়নি। আমরা চাই যে সারাদেশেই, প্রত্যন্ত অঞ্চলেও পৌরসভাতেও কিছু হোক।’

পরিকল্পনা উপদেষ্টা বলেন, ‘আরেকটা বিষয় হলো ঢাকার আশেপাশের শহরগুলো যদি উন্নত হয়, তাহলে ঢাকা শহরও সহজে আরও বিস্তৃতি লাভ করবে কিন্তু অন্যগুলো যেমন খুলনা, রংপুর, চট্টগ্রামের আশেপাশের জেলা শহরগুলো যদি বাসযোগ্য হয় তাহলে, নাগরিক সুযোগ-সুবিধা থাকে তাহলে ওখানেও থাকতে চাইবে।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com