সিনেমা সংশ্লিষ্টদের মাধ্যমে জানা যায়, বিরাট বাজেটে তৈরি হচ্ছে শাকিবের পরবর্তী সিনেমাটি। সিনেমার ৮০ শতাংশ শুটিং হবে দেশের বাইরে। এটি হতে যাচ্ছে অ্যাকশন ভায়োলেন্স ধাঁচের সিনেমা; বাংলা সিনেমার দর্শক অনেক অ্যাকশন সিনেমা দেখলেও এই ধরনের অ্যাকশন দেখেনি।
আরো জানা যায়, সিনেমাটিতে শাকিবের নায়িকা থাকবেন ‘প্রিয়তমা’ সিনেমার নায়িকা ইধিকা পাল। নায়িকা নিয়ে শুরুতে বেশ কিছু গুঞ্জন শোনা গেলেও ইধিকা পালই হতে চলেছেন শাকিবের পর্দাসঙ্গী, এমনটাই আভাস পাওয়া যাচ্ছে।
‘বরবাদ’ প্রসঙ্গে পরিচালক হৃদয় গণমাধ্যমকে বলেন, ‘প্রযোজকদের কাছে যা চেয়েছি তারা কিছুতে না করেননি। এছাড়া অনেক সারপ্রাইজ রয়েছে।
জানা যায়, ‘বরবাদ’ সিনেমাটিকে বিশ্বমানের করতে যুক্তরাষ্ট্র থেকে নির্মাতা হৃদয়কে সার্বক্ষণিক তদারকি করছেন শাকিব খান। বর্তমানে লোকেশন র্যাকি করতে দেশের বাইরে আছেন নির্মাতা হৃদয়।
Leave a Reply