ভয়াবহ বন্যায় বিপর্যস্ত ফেনী, নোয়াখালী, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, চট্টগ্রাম, লক্ষ্মীপুর, বান্দরবান ও খাগড়াছড়িসহ দেশের ১৪ জেলা। কোথাও বুক সমান পানি। কোথাও আবার শুধু বাড়ির চাল পানির উপরে আছে। সরকারি হিসাবে, মৃত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ১৮। বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় ৫১ লাখ মানুষ।
এমন বিপর্যয়ে বন্যার্তদের পাশে দাঁড়িয়েছেন ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের সকল মানুষ। বন্যাকবলিত মানুষের জন্য মন কাঁদছে ক্রিকেটারদেরও। যেখানে বাংলাদেশি ক্রিকেটার শরিফুল ইসলাম, তাওহিদ হৃদয়, রুবেল হোসেন, নুরুল হাসান, এনামুল হকরা ফেসবুকে পোস্ট দিয়ে দেশের মানুষকে বন্যাদুর্গতদের জন্য এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।
এবার বাংলাদেশের বন্যার্তদের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানিয়েছেন পাকিস্তানের উইকেটকিপার ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান। চলমান রাওয়ালপিন্ডি টেস্টে রিজওয়ান প্রথম ইনিংসে বাংলাদেশের বিপক্ষে ১৭১ রানের অপরাজিত ইনিংস খেলেন। তিনি এক্সে লিখেছেন, ‘বাংলাদেশে বিধ্বংসী বন্যা আঘাত হেনেছে। আমার চিন্তা ও প্রার্থনা বাংলাদেশের ধৈর্যশীল মানুষের সঙ্গে আছে। আমি এই কঠিন সময়ে আমাদের ভাই ও বোনদের পাশে দাঁড়ানোর জন্য তাদের পছন্দের দাতব্য প্রতিষ্ঠানে উদারভাবে অনুদান দেওয়ার জন্য অনুরোধ করছি। আমরা আপনাদের পাশে আছি।’
বন্যার্ত মানুষের পাশে দাঁড়িয়ে গতকাল শনিবার এক কোটি টাকা ও তিন হাজার খাবারের প্যাকেট দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। ফারুক আহমেদ বলেন, ‘এই এমাউন্টটা এখন পর্যন্ত চিন্তা করেছি, এর বাইরে আমরা সবসময়ই সাহায্য করতে চাই। শুরুতে আমরা এক কোটি টাকা দেওয়ার প্ল্যান করেছি।’
Leave a Reply