অর্থনীতিকে পঙ্গু করতেই ষড়যন্ত্র করে দেশকে অস্থিতিশীল করা হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ শনিবার সকালে শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনের সুযোগে সহিংসতাকারীদের হামলায় যারা আহত হয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব ট্রমাটোলজি অ্যান্ড অর্থপেডিক রিহ্যাবিলিটেশন-নিটোর (পঙ্গু হাসপাতাল)হাসপাতালে ভর্তি রয়েছেন তাদের খোঁজখবর নিয়ে প্রধানমন্ত্রী এ মন্তব্য করেন।
শেখ হাসিনা বলেন, ‘দেশকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে আবারও ভিক্ষুক জাতিতে পরিণত করার ষড়যন্ত্র থেকেই এমন সহিংসতা।’
তিনি প্রশ্ন রেখে বলেন, ‘আন্দোলনের নামে এতগুলো পরিবারের ক্ষতি হলো এর দায়িত্ব কার?’
তিনি দেশবাসীর কাছে নাশকতাকারীদের বিচার চান এবং বলেন, ‘ধ্বংসযজ্ঞ ও নৃশংসতাকারী অপরাধীদের উপযুক্ত শাস্তি দেওয়া উচিত যাতে দেশের মানুষের জীবন নিয়ে কেউ আর ছিনিমিনি খেলতে না পারে।’
এ সময় আহতদের চিকিৎসার সব ধরনের ব্যবস্থা সরকার করবে বলেও জানান শেখ হাসিনা।
Leave a Reply