বলিভিয়ায় একটি সামিরক অভ্যুত্থানচেষ্টা ব্যর্থ হয়েছে, সামরিক বাহিনীর সদস্যরা ব্যারাকে ফিরে যাচ্ছে। অব্যুত্থানকারী সেনাপ্রধান এবং সেইসাথে নৌ ও বিমানবাহিনী প্রধানদের বরখাস্ত করা হয়েছে।
বলিভিয়ার প্রেসিডেন্ট লুই আর্চ অভ্যুত্থানচেষ্টা ব্যর্থ করে দেয়ার জন্য জনসাধারণকে ধন্যবাদ জানিয়েছেন।
সেনাবাহিনীর জেনারেল কমান্ডার জুয়ান জোসে জুনিগার নেতৃত্বাধীন বিদ্রোহী সৈন্যরা প্রেসিডেন্ট প্রাসাদসহ বিভিন্ন স্থান থেকে সরে যাচ্ছে। নতুন সেনাপ্রধান জোসে উইলসন সানচেজ সকল সৈন্যকে ব্যারাকে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, ‘রাস্তায় আমরা যেসব ছবি দেখছি, তা কেউ দেখতে চায় না।’ পাবলিক প্রসিকিউটর্স অফিস জানিয়েছে, সরকারের বিরুদ্ধে যারা অভ্যুত্থানের চেষ্টা করেছিল, তাদের বিরুদ্ধে তদন্ত শুরু হচ্ছে।
বলিভিয়ার টেলিভিশনে নাটকীয় ফুটেজ দেখা গেছে। এতে প্রাসাদের হলওয়েতে জেনারেল জুনিগার সাথে আর্চকে মুখোমুখি হতে দেখা যায়। এ সময় আর্চ বলেন, ‘আমি তোমার অধিনায়ক। আর আমি তোমাকে তোমার সৈন্যদের সরিয়ে নিতে নির্দেশ দিচ্ছি, আমি এই অবাধ্যতা বরদাস্ত করব না।’
জুনিগা প্রাসাদে প্রবেশের আগে রাজধানীতে সাংবাদিকদের সাথে কথা বলেন। তিনি বলেন, ‘ধ্বংসসাধন বন্ধ করুন, দেশের অধঃপতন রোধ করুন, আমাদের সেনাবাহিনীকে অপদস্ত করা থামান।’
তিনি বলেন, ‘তিন বাহিনীর প্রধানরা এগিয়ে এসেছে। নতুন মন্ত্রিসভা হবে। আমাদের দেশ আর এ ধরনের থাকবে না।’
বুধবারের দৃশ্যপটটি ২০১৯ সালের ঘটনাকে মনে করিয়ে দিচ্ছে। সেবার সাবেক বামপন্থী প্রেসিডেন্ট মোরালেসকে ক্ষমতাচ্যুত করা হয়। সেটাকে অনেকে অভ্যুত্থান হিসেবেই অভিহিত করেছেন। মোরালেস ও আর্চ একই দলের সদস্য।
সূত্র : আল জাজিরা
Leave a Reply