1. tasermahmud@gmail.com : admi2017 :
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বুধবার, ২৬ জুন ২০২৪, ০৯:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
বর্ষায় শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় যেসব খাবার পুলিশের এলোপাতাড়ি গুলির পরও আন্দোলন থামেনি কেনিয়ায় খাগড়াছড়ির পাহাড়ে দুই আসামি গ্রেপ্তার, আনা হচ্ছে ঢাকায় ডিএসইর পরিচালক মাহমুদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ কী আছে সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরের চিঠিতে ‘জাতির পিতার হত্যাকারীদের পুরস্কৃত করা হয়েছিল, যা লজ্জাজনক’ ফতুল্লার বুড়িগঙ্গায় নোঙর করা তেলবাহী ট্রলারে আগুন, নিখোঁজ ৩ শ্রমিক লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী নিহত ধানমন্ডিতে মাইক্রোকে ট্রাকের ধাক্কা, সড়কে ছড়িয়ে পড়লো ধান শীর্ষ দুই রুশ কর্মকর্তার বিরুদ্ধে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা

‘আমরা জানতাম, আমরা পারব’

ইউএস বাংলাদেশ ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ১৭ জুন, ২০২৪

রান আমরা বেশি করতে পারিনি। কিন্তু তবুও আমরা জানতাম, আমরা পারব। টি২০ বিশ্বকাপ ম্যাচে নেপালকে হারিয়ে এমন কথাই জানালেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

তিনি বলেন, আজ যেভাবে খেলেছি, তাতে আমরা খুবই খুশি। আমি আশা করি, আমরা আমাদের বোলিং পারফরমেন্স অব্যাহত রাখতে পারব। আর আশা করি, পরের রাউন্ডে আমাদের ব্যাটিং পারফরমেন্সও ভালো হবে। আমরা বেশি রান করতে পারিনি। তবে আমরা জানতাম, এই টোটাল আমরা ডিফেন্ড করতে পারব, যদি আমরা শুরুতেই উইকেট নিতে পারি।

শান্ত বলেন, আমরা আমাদের বোলারদের এ কথাই বলেছি। তারা মাঠেও খুবই ভালো পারফর্ম করেছে। আমাদের সবকিছুই ছিল। গত দুই তিন বছরে আমাদের ফাস্ট বোলাররা খুবই কঠোর পরিশ্রম করেছে।

তিনি বলেন, এই ফরম্যাটে বোলিং ইউনিট খুবই গুরুত্বপূর্ণ। আমি আশা করি তারা তাদের ফর্ম ধরে রাখতে পারবে।

তিনি বলেন, টি২০ ক্রিকেটে মোমেন্টাম খুবই সবসময়ই গুরুত্বপূর্ণ। আমাদের এখন দ্বিতীয় রাউন্ডের জন্য আমাদের পরিকল্পনা করতে হবে।

আর জয়ের নায়ক তানজিম হাসান সাকিবও আত্মবিশ্বাসের সাথে বলেন, আমাদের আত্মবিশ্বাস ছিল যে আমরা পারব। সবাই ভালো বল করেছে। আমরা ঠিক জায়গায় বলটি করতে পেরেছি।

তিনি বলেন, আমি স্রেফ আগ্রাসী হতে চেয়েছি, আমার পরিকল্পনা বাস্তবায়ন করতে চেয়েছি। আমরা এখন সুপার এইট নিয়ে উদ্দীপ্ত। আমরা আশা করি সুপার এএইটেও দারুণ কিছু করতে পারব।

উল্লেখ্য, টানা তিন ম্যাচ জয়ের মধ্য দিয়ে বাংলাদেশ সুপার এইট নিশ্চিত করেছে। এখন তাদের সামনে টার্গেট সেমিফাইনাল। সুপার এইটে বাংলাদেশকে দুটি পরিচিত দলের মুখোমুখি হতে হবে। এ দুটি হলো ভারত ও আফগানিস্তান। এছাড়া আছে অস্ট্রেলিয়া।

আর এই ম্যাচে হেরে নেপালকে বাড়ি ফিরতে হচ্ছে। তারা খারাপ খেলেনি। দক্ষিণ আফ্রিকার মতো দলের কাছে তারা মাত্র ১ রানে হেরেছে। আর বাংলাদেশকে ১০৬ রানে আটকে ফেলাটা কম শক্তির পরিচয় নয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com