1. tasermahmud@gmail.com : admi2017 :
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
রবিবার, ২৭ অক্টোবর ২০২৪, ০৮:২২ অপরাহ্ন
শিরোনাম :

রাফায় আরো সৈন্য পাঠানোর ঘোষণা ইসরাইলের

ইউএস বাংলাদেশ ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ১৮ মে, ২০২৪

গাজা উপত্যকার রাফায় আরো ইসরাইলি সৈন্য পাঠানোর ঘোষণা দিয়েছে ইসরাইল গাজার দক্ষিণাঞ্চলে সামরিক অভিযান বাড়ানোর ঘোষণা দিয়ে প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট এ তথ্য প্রকাশ করেছেন।

গ্যালান্ট বলেন, রাফা অঞ্চলে ‘অভিযান অব্যাহত থাকবে কারণ বাড়তি বাহিনী সেখানে প্রবেশ করবে।’ পাশাপাশি তিনি যোগ করেন, ‘আমাদের সৈন্যরা এই এলাকায় বেশ কয়েকটি সুড়ঙ্গ ধ্বংস করে দিয়েছে। এই কর্মকাণ্ড আরো তীব্র হবে।’

বেসামরিক নাগরিকদের নিরাপত্তাজনিত উদ্বেগ নিয়ে ইসরাইলের প্রধান মিত্র যুক্তরাষ্ট্রের আপত্তি সত্ত্বেও চলতি মাসের শুরুতে ইসরাইলি বাহিনী মিসরের সাথে রাফা ক্রসিং-এর গাজার দিকের নিয়ন্ত্রণ নেয়।

ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক জাতিসঙ্ঘ সংস্থার বক্তব্য অনুযায়ী, সামরিক অভিযান তীব্রতর হওয়ায় ৬ লাখ মানুষ রাফা ছেড়ে পালিয়েছে। জাতিসঙ্ঘ তথ্য অনুযায়ী, গাজার উত্তরাঞ্চলে ইসরাইল সম্প্রতি এলাকা খালি করার নির্দেশ জারি করায় এ পর্যন্ত কমপক্ষে এক লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

রাফার বেসামরিক নাগরিকদের সুরক্ষা দিতে ইসরাইলের ভরসা ও আস্থাযোগ্য কৌশল বা পরিকল্পনার অভাব রয়েছে বলে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। এদিকে, ইসরাইল দক্ষিণ গাজাকে হামাসের শেষ শক্ত ঘাঁটি বলে বর্ণনা করেছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন রোববার এনবিসি-কে বলেন, ‘অনেক সশস্ত্র হামাস রয়ে গেলে বা ইসরাইল যদি তাদের রেখে যায় তাহলে বিশৃঙ্খলা, নৈরাজ্যে ভরা একটা শূন্যতা তৈরি হবে যা হয়ত পুনরায় পূরণ করবে হামাস আর ইসরাইল সম্ভবত কোনো বিদ্রোহের মুখে পড়বে।’

রাফায় ইসরাইলি অভিযান নিয়ে মিসর সরকারও উদ্বেগ প্রকাশ করেছে। মিসরের প্রেসিডেন্ট আবদেল-ফাত্তাহ এল-সিসি বৃহস্পতিবার বলেছেন, রাফা ক্রসিং-এর গাজার দিকটা দখল করে ইসরাইল ‘গাজা ভূখণ্ডে তাদের অবরোধ সংহত করতে চাইছে।’

বাহরাইনে আরব লিগের শীর্ষ সম্মেলনে ভাষণ দিতে গিয়ে মিসরের প্রেসিডেন্ট যুদ্ধবিরতি-সংক্রান্ত সমঝোতা উদ্যোগকে নষ্ট করার অভিযোগ তুলেছেন ইসরাইলের বিরুদ্ধে। ইসরাইল ও হামাসের মধ্যে অন্যতম প্রাথমিক মধ্যস্থতাকারী মিসর।

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ বৃহস্পতিবার একটি বিল পাশ করেছে। এই বিল ইসরাইলকে অস্ত্র প্রেরণ করতে বাধ্য করবে প্রেসিডেন্ট জো বাইডেনকে। বোমার চালানে বিলম্ব করতে চেয়েছেন বাইডেন। তার উদ্বেগ, চলমান যুদ্ধে বেসামরিক নাগরিকদের রক্ষা করতে পর্যাপ্ত পদক্ষেপ নিচ্ছে না ইসরাইল।

স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস বৃহস্পতিবার বলেন, অস্ত্রভর্তি একটি জাহাজ ইসরাইলে পাঠানোর অনুমতি বাতিল করেছে স্পেন। ওই জাহাজ এখন সে দেশের এক বন্দরে আটকে রয়েছে।
সূত্র : ভয়েস অব আমেরিকা

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com