জার্মানির ডুসেলডর্ফ শহরে একটি আবাসিক ভবনে বিস্ফোরণে সৃষ্ট আগুনে অন্তত তিনজন নিহত হয়েছেন। তবে বিস্ফোরণের কারণ এখনো জানা যায়। জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভ্যালের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, ছয়তলা বাড়িটির একতলায় একটি খাদ্য ও পানীয়র দোকান ছিল। সেখানেই বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। তারপর আগুন লাগে। আশপাশের বাড়ির জানালার কাচ ভেঙে যায়।
দমকল ও পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন, ওই বাড়িতে আগুন দ্রুত ছড়াতে থাকে। দোতলা, তিনতলার বাসিন্দাদের অনেকেই কাচ ছড়ানো রাস্তায় লাফিয়ে নামেন।
পুলিশ জানিয়েছে,আগুন কেন লাগলো, তা স্পষ্ট নয়। তবে প্রাথমিক তদন্তে তাদের মনে হয়েছে আগুন লাগানো হয়নি।
দমকল, পুলিশ ও জরুরি পরিষেবার প্রায় ১০০টি গাড়ি ঘটনাস্থলে যায়। বারান্দায় দাঁড়িয়ে থাকা মানুষদের প্রথমে উদ্ধার করা হয়। দুর্গত মানুষের কাছে পৌঁছানো হয়।
দমকলকর্মীরা জানান, ৯ ঘণ্টা ধরে চলা অপারেশনে ৭০ জনকে তারা সাহায্য করেছেন।
Leave a Reply