1. tasermahmud@gmail.com : admi2017 :
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৪:০০ অপরাহ্ন

নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি দম্পতি নিহত, মেয়ে লাইফ সাপোর্টে

ইউএস বাংলাদেশ ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রবাসী দম্পতি নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় তাদের মেয়ে রাইদা (১১) গুরুতর আহত হয়ে হাসপাতালে লাইফ সাপোর্ট আছে।

বাংলাদেশ সময় শুক্রবার নিউইয়র্ক সিটি থেকে বিংহামটন শহরে যাওয়ার পথে এ সড়ক দুর্ঘটনার শিকার হন তারা। ঘটনাস্থলেই হাফিজ আহম্মেদ অ্যাঞ্জেল (৫২) ও তার স্ত্রী সাথী আহম্মেদ (৪৫) নিহত হন।

জানা গেছে, মেয়ে রাইদাকে নিয়ে নিউইয়র্ক থেকে আপস্টেট বিংহামটন যাচ্ছিলেন এই দম্পতি। এ সময় পেছন থেকে বেপরোয়া গতির আরেকটি গাড়ি তাদের ধাক্কা দেয়। এতে স্বামী-স্ত্রী দুজনই মৃত্যুবরণ করেন। তাদের ১৮ বছরের একটি ছেলে রয়েছে, তার নাম ইসাম।

নিহত সাথী নিউইয়র্কের গাজীপুর সোসাইটির সাংস্কৃতিক সম্পাদক ছিলেন। দুজনের মৃত্যুতে নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্র প্রবাসীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

নিহত হাফিজ আহম্মেদের বাড়ি গাজীপুরে এবং তার স্ত্রী সাথী আহম্মেদের বাড়ি বরিশালে। পরিবারের চার সদস্যসহ তারা দীর্ঘদিন ধরে নিউইয়র্কেই থাকতেন।

নিহতদের স্বজন চাঁদপুরের ব্যবসায়ী হুমায়ুন কবির গণমাধ্যমকে জানান, রবিবার তাদের দাফন সম্পন্ন হয়েছে।

তিনি আরও জানান, নিউইয়র্ক পুলিশ বাহিনীতে মালামাল সরবরাহ কাজের ঠিকাদার ছিলেন হাফিজ আহমেদ এঞ্জেল। তার বড় ছেলে সেখানে পুলিশ কর্মকর্তা।

খোঁজ নিয়ে জানা গেছে, এঞ্জেলের বাবা শামছুল হক মুন্সি ১৯৯১ সালে ডিভি লটারি পেয়ে আমেরিকা যান। পরে ১৯৯৬ সালে পরিবারের সদস্যদের সবাইকে সেখানে নিয়ে যান তিনি। চাঁদপুরে ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের সাচনমেঘ গ্রামের তাদের পৈতৃক বাড়ি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com