এবার পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) ভাইস চেয়ারম্যান শাহ মাহমুদ কুরেশিকে গ্রেপ্তার করা হয়েছে। চলতি মাসের শুরুর দিকে ইমরান খানকে কারাগারে নেওয়ার পর কুরেশি পিটিআইয়ের প্রধানের দায়িত্ব পালন করে আসছিলেন। খবর জিও নিউজের।
পিটিআই-এর পক্ষ থেকে জানানো হয়েছে, গতকাল শনিবার ইসলামাবাদে কুরেশির বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। সাইফার মামলায় (সংবেদনশীল বার্তা ফাঁস) তদন্তের জন্য কুরেশিকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে।
জিও নিউজের নয়া পাকিস্তান প্রোগ্রামে তত্ত্বাবধায়ক সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সরফরাজ বাগটি নিশ্চিত করেছেন যে ফেডারেল তদন্তকারী সংস্থা (এফআইএ) কুরেশিকে হেফাজতে নিয়ে গেছে।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানকে গত ৫ আগস্ট তোশাখানা মামলায় তিন বছরের কারাদণ্ড দেওয়ার পরেই গ্রেপ্তার করা হয়। সেইদিনেই পিটিআই চেয়ারম্যানকে দেশটির পাঞ্জাবের অ্যাটক কারাগারে পাঠানো হয়। এরপরেই দলটির হাল ধরেন কুরেশি। তিনি দুই মেয়াদে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন।
Leave a Reply