গত ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী প্রায় এক লাখ ৪১ হাজার মানুষের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। যা বিশ্বব্যাপী একদিনে সর্বোচ্চ করোনা শনাক্তের রেকর্ড।
এই রেকর্ড সংখ্যা গত তিনদিন ধরে একের পর এক ছাড়িয়ে যাচ্ছে। এর আগে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড ছিল গত বৃহস্পতিবার, এদিন প্রায় এক লাখ ৩৮ হাজার মানুষের করোনা শনাক্ত হয়। তার আগের দিন গত বুধবার প্রায় এক লাখ ৩৬ হাজার মানুষের দেহে করোনার সংক্রমণ ধরা পড়ে।
পরিসংখ্যান সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, গত বুধবারের আগে সর্বোচ্চ সংখ্যক করোনা রোগী ধরা পড়ে গত ৪ জুন। সেদিন এক লাখ ৩০ হাজার ৫০৪ জন রোগীর শরীরে করোনার অস্তিত্ব পাওয়া যায়।
এ ছাড়া গতকাল শুক্রবার একদিনে বিশ্বব্যাপী মারা গেছেন ৪ হাজার ৬০৩ জন। যা গত কয়েকদিনের তুলনায় স্থিতিশীল সংখ্যা। বিশ্বব্যাপী একদিনে করোনায় সর্বোচ্চ মৃতের রেকর্ড তৈরি হয় গত ১৭ এপ্রিল। এ দিন ৮ হাজার ১৯৭ জন করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে।
এখন পর্যন্ত আক্রান্ত ও মৃতের সংখ্যায় বিশ্বের শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে আক্রান্ত ২১ লাখ ১৭ হাজারের বেশি এবং মৃতের সংখ্যা ১ লাখ ১৬ হাজার ৮৩১ জন।
এ ছাড়া ব্রিটেনকে টপকে মৃত্যুর দিক থেকে এখন দ্বিতীয় অবস্থানে ব্রাজিল। লাতিন আমেরিকার দেশটিতে একদিনে সাড়ে ৮শ জনের মৃত্যুর পর মোট প্রাণহানি দাঁড়াল ৪২ হাজারের কাছাকাছি। দেশটিতে করোনায় আক্রান্ত ৮ লাখ ৩০ হাজারের মতো মানুষ।
Leave a Reply