পাকিস্তানসহ প্রতিবেশী দেশগুলোর নিরাপত্তা উদ্বেগগুলোর প্রতি মনোযোগী হতে এবং সেগুলো সমাধানে পদক্ষেপ গ্রহণ করতে তালেবান-নেতৃত্বাধীন আফগান সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন চীনা পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাঙ। পাকিস্তানে দু’দিনের সফরকালে তিনি এই আহ্বান জানান।
চীনের শীর্ষ কূটনীতিক শনিবার ইসলামাবাদে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারির সাথে এক যৌথ সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা আশা করছি যে [আফগান] তালেবান একটি অন্তর্ভুক্তিমূলক সরকার গঠন করবে এবং সকল জাতিগত গ্রুপকে অধিকার দেবে।’
তিনি সংলাপের মাধ্যমে দ্বিপক্ষীয় সমস্যাগুলো সমাধানের জন্য পাকিস্তান ও আফগানিস্তানের প্রতি আহ্বান জানিয়ে বলেন, প্রতিবেশী পরিবর্তন করা যায় না।
তিনি বলেন যে চীন, পাকিস্তান ও আফগানিস্তান হলো বন্ধুপ্রতীম দেশ। প্রতিবেশীরা অন্য কোথাও যেতে পারে না।
চীনা পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই অঞ্চল থেকে সন্ত্রাসী সংগঠনগুলোতে নির্মূল করতে কাবুল ও ইসলামাবাদের সাথে নিরাপত্তা ও সন্ত্রাসবিরোধী সহযোগিতা জোরদার করতে প্রস্তুত বেইজিং।
চীনা পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, এই অঞ্চলের আর্থ-সামাজিক সমৃদ্ধি, কানেকটিভিটি ও উন্নয়নের জন্য আফগানিস্তানের শান্তি ও স্থিতিশীলতা খুবই গুরুত্বপূর্ণ বিষয়।
তিনি আরো আশাবাদ ব্যক্ত করেন, পাকিস্তানের স্থিতিশীলতা নিশ্চিত করতে দেশটির রাজনৈতিক দলগুলো একটি সমঝোতায় আসবে।
সূত্র : জিও নিউজ
Leave a Reply