হজ ও ওমরাহ করতে ইসরাইলি নাগরিক ও ফিলিস্তিনিদের নিয়ে সরাসরি ফ্লাইট পরিচালনা করতে সৌদি আরবকে রাজি করার চেষ্টা করছে ইসরাইল। ইসরাইল মনে করছে, এর মাধ্যমে সম্পর্ক স্বাভাবিক করার কাজে গতি আসবে।
ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রী ইলি কোহেন বুধবার বলেছেন, তার দেশ হজ ফ্লাইট চালুর জন্য সৌদি আরবকে অনুরোধ করে রেখেছে।
তিনি ইসরাইলের আর্মি রেডিওকে এক সাক্ষাতকারে বলেন, ‘এ ইস্যুটি বিবেচনাধীন রয়েছে। কোনো অগ্রগতির খবর আমি বলতে পারছি না। তবে সৌদি আরবের সাথে শান্তি স্থাপনে অগ্রগতি হবে বলে আমি আশাবাদী।’
ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সৌদি আরবের সাথে সম্পর্ক প্রতিষ্ঠাকে অগ্রাধিকার দিচ্ছেন।
গত জুলাই মাসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন লোহিত সাগরের তিরান ও সানাফির দ্বীপপুঞ্জ ইসরাইলের অনুমোদনক্রমে মিসরের কাছ থেকে সৌদি আরবের কাছে হস্তান্তর নিয়ে ইসরাইল, মিসর ও সৌদি আরবের মধ্যকার একটি চুক্তির কথা ঘোষণা করেন।
এর বিনিময়ে সৌদি আরব তার আকাশসীমা দিয়ে ইসরাইলি বিমানগুলোকে চলাচলের বিষয়টি অনুমোদন করে। এর আগে ইসরাইলি ফ্লাইটগুলো কেবল সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন দিয়ে উড়তে পারত।
সূত্র : মিডল ইস্ট আই
Leave a Reply