প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ ১৫ থেকে ২০ মিনিট নাগাদ বিস্ফোরণ হয়। প্রেসিডেন্ট কার্যালয়ের কাছে আকাশ প্রতিরক্ষা বাহিনী ড্রোনটি ভূপাতিতের চেষ্টা করলে এ ঘটনা ঘটে।
তবে শুরুর দিকে ইউক্রেনে প্রেসিডেন্টের চিফ অব স্টাফ আন্দ্রি ইরমাক বলেন, ভূপাতিত করা ড্রোনটি শত্রুপক্ষের ছিল। পরবর্তীতে দেশটির আকাশ প্রতিরক্ষা বাহিনী স্বীকার করে এটি তাদের ড্রোন এবং অনাকাঙ্ক্ষিত পরিণতি এড়াতে তারা তা ধ্বংস করেছে।
এক বিবৃতিতে ইউক্রেন জানায়, রুটিন ফ্লাইটের সময় বায়রাকতার টিবি২ মানবহীন আকাশযান কিয়েভ অঞ্চলে আনুমানিক রাত ৮ টায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এরপর ক্ষয়ক্ষতির আশঙ্কায় তা ধ্বংস করার সিদ্ধান্ত নেওয়া হয়।
ড্রোনটি ভূপাতিত করার সময় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়নি।
Leave a Reply