মাত্র দেড় মাসের মাথায় আবারও কুয়েতের পার্লামেন্ট ভেঙে দিয়েছেন ক্রাউন প্রিন্স শেখ মেশাল আল আহমেদ আল সাবাহ। গত সোমবার এক ডিক্রি জারি করে তিনি এ সিদ্ধান্ত জানিয়ে দেন। একই সঙ্গে কয়েক মাসের মধ্যে নির্বাচন হবে বলেও জানান তিনি। খবর আল জাজিরা।
কুয়েতের পার্লামেন্টে মোট আসনসংখ্যা ৭৬টি। এসব আসনের মধ্যে ৫০টি নির্বাচিত এমপিদের জন্য, বাকি ১৬টি আসনের এমপিরা নিয়োগ পান আমিরের সুপারিশে। এর আগে ভাঙনের পর মার্চ মাস পার্লামেন্ট গঠন করা হয়।
২০২০ সালের নির্বাচনের পর পার্লামেন্ট ও আমিরের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। সরকার পরিচালনার ক্ষেত্রে নিজেদের প্রভাব আরও বিস্তৃত করতে চান পার্লামেন্ট সদস্যরা।
Leave a Reply