যুক্তরাষ্ট্রের একটি সাবমেরিন উপসাগরে প্রবেশ করার সময় সেটিকে সমুদ্রপৃষ্ঠে ভাসতে বাধ্য করেছে ইরানি নৌবাহিনী। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে বৃহস্পতিবার এ তথ্য জানায়। তবে মার্কিন নৌবাহিনীর পঞ্চম বহর এ ধরনের ঘটনা ঘটার খবর অস্বীকার করেছে বলে রয়টার্স জানিয়েছে।
ইরানি টিভিতে বলা হয়, ‘মার্কিন সাবমেরিনটি ডুবন্ত অবস্থায় হজমুজ প্রণালীর দিকে যাচ্ছিল। কিন্তু ইরানি সাবমেরিন ফাতেহ এটিকে শনাক্ত করে সেটিকে ওপরে ওঠতে বাধ্য করে। এটি আমাদের পানিসীমাতেও প্রবেশ করেছিল। তবে হুঁশিয়ারি প্রদানের পর এটি তার গতিপথ সংশোধন করে নেয়।’
তবে বাহরাইনভিত্তিক মার্কিন নৌবাহিনীল পঞ্চম বহর ইরানিদের বক্তব্যকে অস্বীকার করেছে।
কমান্ডার টিমোথি হাউকিন্স রয়টার্সকে বলেন, ‘কোনো মার্কিন সাবমেরিন আজ বা সাম্প্রতিক সময়ে হরজমুজ প্রণালীতে যায়নি।’
সূত্র : মিডল ইস্ট মনিটর
Leave a Reply