বিশ শতক ও চলতি শতকে তুরস্কের বিভিন্ন অঞ্চলে ভয়াবহ যেসব ভূমিকম্প হয়েছে, এদের মাত্রা ও মৃতের সংখ্যা সংক্ষেপে এখানে তুলে ধরা হলো-
অক্টোবর ২০২০
জানুয়ারি ২০২০
৬.৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে পূর্ব তুরস্কের এলাজিগ প্রদেশে। এতে নিহত হন ২২ জন।
অক্টোবর-নভেম্বর ২০১১
দুই মাসে দুটি ভূমিকম্পে কেঁপে উঠেছিল পূর্ব তুরস্কের ভান শহর। প্রথমে ২৩ অক্টোবর (৭.২) এবং এরপর ৯ নভেম্বর (৫.৬) ভূমিকম্প আঘাত হানে। এতে ৬৪৪ জন প্রাণ হারান।
মার্চ ২০১০
৬.১ মাত্রার ভূমিকম্প পূর্ব তুরস্কের এলাজিগ প্রদেশের একটি গ্রামে আঘাত হানে। এতে ৪২ জন নিহত হন। গ্রামটি পুরোপুরি ধ্বংস হয়ে যায় এবং অন্য চারটি গ্রাম ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
মে ২০০৩
৬.৪ মাত্রার ভূমিকম্প আঘাত হানে পূর্বাঞ্চলীয় প্রদেশ বিংগোলে। এতে একটি স্কুল ডর্মেটরি পুরোপুরি বিধ্বস্ত হয়।
ওই ভূমিকম্পে ৮৩ শিশুসহ ১৬৭ জন নিহত হন।
নভেম্বর ১৯৯৯
৭.২ মাত্রার ভূমিকম্প আঘাত হানে দুজে শহরে। এতে প্রাণ হারান ৮৪৫ জন।
আগস্ট ১৯৯৯
৭.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। তুরস্কের সবচেয়ে বড় শহর ইস্তানবুল থেকে দক্ষিণের জনঘন এলাকা মারমারা ৪৫ সেকেন্ড ধরে প্রবল কেঁপেছিল। এতে ১৭ হাজার ৫০০ জন নিহত হন।
মে ১৯৭১
৬.৯ মাত্রার ভূমিকম্প আঘাত হানে পূর্বাঞ্চলীয় প্রদেশ বিংগোলে। এতে প্রায় এক হাজার মানুষ প্রাণ হারান।
ডিসেম্বর ১৯৩৯
তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলে ৭.৮ মাত্রার ভূমিকম্প হয়েছিল। ওই সময় ৩৩ হাজার মানুষের প্রাণহানি ঘটে।
মে ১৯৩০
হাক্কারি এলাকায় ৭.২ মাত্রার ভূমিকম্পে মারা যান ২ হাজার ৫১৪ জন।
অক্টোবর ১৯১৪
বারদার এলাকায় ৬.৯ মাত্রার ভূমিকম্পে প্রাণ হারান ২ হাজার ৩৪৪ জন।
সূত্র : আল জাজিরা, কোয়ান্টেক্টাম, মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা, মার্কিন ভূতাত্ত্বিক তথ্য কেন্দ্র
Leave a Reply