1. tasermahmud@gmail.com : admi2017 :
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৮:২১ পূর্বাহ্ন

ওটিটি ঘিরেই যত ব্যস্ততা

‍ইউএস বাংলাদেশ ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০২৩

একটা সময়ে টেলিভিশনই ছিল বিনোদনের অন্যতম প্রধান মাধ্যম। ছোটপর্দার জনপ্রিয় সব তারকা এই মাধ্যমের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করতেন। তবে সময়ের পরিক্রমায় অনেক কিছুই বদলেছে। স্মার্টফোনের কল্যাণে ‘বিনোদন দুনিয়া’ এখন মানুষের পকেটে! যে কোনো জায়গা থেকেই বিনোদনের কনটেন্ট দেখার সুযোগ বাড়ছে প্রতিদিনই। কয়েক বছর আগেও বাংলাদেশে ওটিটি প্ল্যাটফরমের জন্য ওয়েব ফিল্ম, ওয়েব সিরিজ তৈরির আলোচনা ছিল না। তবে গত দুই-তিন বছরে সেই চিত্র পাল্টেছে। টেলিভিশন তারকাদের পাশাপাশি সিনেমার তারকারাও ব্যস্ত সময় পার করছেন ওটিটি মাধ্যমে। তালিকায় আছেন মোশাররফ করিম, নুসরাত ইমরোজ তিশা, জিয়াউল ফারুক অপূর্ব, আফরান নিশো, পূর্ণিমা, মেহজাবিন চৌধুরী, শবনম বুবলী, জাকিয়া বারী মম, বিদ্যা সিনহা মিম, আরিফিন শুভ, সিয়াম আহমেদ, আজমেরী হক বাঁধন, রাফিয়াথ রশিদ মিথিলা, পূজা চেরি, তাহসান খান, তাসনিয়া ফারিণের মতো তারকারা।

নাটকের জনপ্রিয় মুখ মোশাররফ করিম। কাজ করছেন বড়পর্দায়ও। তবে সম্প্রতি তার ব্যস্ততা বেড়েছে ওটিটি মাধ্যমে। আসন্ন ঈদুল ফিতরে তিনি হাজির হবেন বহুল আলোচিত ওয়েব সিরিজ ‘মহানগর’-এর দ্বিতীয় পর্ব ‘মহানগর ২’ নিয়ে। মোহাম্মদ হাবিবুর রহমান ও আদনান আল রাজীবের প্রযোজনায় এটি পরিচালনা করছেন আশফাক নিপুণ। মোশাররফ বলেন, ‘আমরা যারা দুই মাধ্যমেই (নাটক এবং ওটিটি) কাজ করছি, দুটোর মধ্যে পার্থক্য হলো ওটিটি জায়গাটা বেশ সিরিয়াস। এখানে একটু সময় নিয়ে সিরিয়াসলি কাজটা করা যায়। একটা সময় যেটা আমরা মঞ্চে করতে পারতাম। প্রপার রিহার্সাল, যত সময়ই লাগুক। সেভাবে কাজ করা যায় এখন ওটিটিতে। যেটা নাটকে সম্ভব হয় না।’

টেলিভিশন নাটকের জনপ্রিয় অভিনেতা অপূর্ব হাজির হচ্ছেন হইচইয়ের ওয়েব সিরিজ ‘বুকের মধ্যে আগুন’ নিয়ে। শাহরিয়ার শাকিলের প্রযোজনায় এটি নির্মাণ করছেন তানিম রহমান অংশু। নব্বইয়ের দশকের দেশসেরা একজন তারকার রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে আবর্তিত সিরিজের গল্প আবর্তিত হয়েছে। অপূর্ব বলেন, ‘সময়ের সঙ্গে সঙ্গে সব কিছুই বদলাবে, আধুনিক হবে এটাই স্বাভাবিক। একটা সময় টেলিভিশন, এরপর ইউটিউব এবং এখন ওটিটির রাজত্ব অভিনয়ের জায়গাগুলো বিস্তৃত হচ্ছে এতে। শিল্পীরা বিভিন্ন মাধ্যমে কাজ করার সুযোগ পাচ্ছেন।’
নাটকের চেয়ে আফরান নিশোর ব্যস্ততা এখন বেশি ওটিটি মাধ্যমেই। চলতি বছর তিনি হাজির হচ্ছেন হইচইয়ের ‘আ কমন ম্যান’, ‘কাইজার লেভেল টু’সহ বেশ কিছু সিরিজ নিয়ে। দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার একজন মানুষের সামনে বিপুল অঙ্কের প্রলোভন এলে কী ঘটবে, ‘আ কমন ম্যান’ সিরিজে সেটাই দেখানো হবে। এটি নির্মাণ করছেন আশফাক নিপুণ। অন্যদিকে আলোচিত সিরিজ ‘কাইজার’-এর দ্বিতীয় পর্ব মুক্তি পাবে ঈদুল আজহায়। মীর মোকাররম হোসেনের প্রযোজনায় সিরিজটি নির্মাণ করছেন তানিম নূর। নিশো বলেন, ‘ভালো কাজের জন্য ভালো বাজেট কিন্তু একটা বড় বিষয়। ওটিটির কাজে ভালো বাজেট থাকে। এই মাধ্যমে শিল্পীরা স্বচ্ছন্দে কাজ করতে পারেন, সেই সঙ্গে নিজেদের আন্তর্জাতিকভাবে উপস্থাপন করার সুযোগ থাকে। সব কিছু মিলিয়ে এই মাধ্যমের ভবিষ্যৎ ভালো।’

হইচই, চরকি, দীপ্ত প্লে, বঙ্গ, বায়োস্কোপ, বিঞ্জ, সিনেস্পটসহ আরও কিছু ওটিটি প্ল্যাটফরম নিয়মিত নতুন নতুন কনটেন্ট নিয়ে দর্শকের সামনে হাজির হচ্ছে। ২০২৩ সালে ভালোবাসা দিবসে চরকিতে মুক্তি পাবে ‘উনিশ২০’। মিজানুর রহমান আরিয়ানের পরিচালনায় এতে প্রধান দুটি চরিত্রে অভিনয় করছেন আরিফিন শুভ ও আফসান আর বিন্দু। শুভ বললেন, ‘দারুণ এক প্রেমের গল্প নিয়ে নির্মাণ হচ্ছে ওয়েব ফিল্মটি। আমার চরিত্রের নাম অপু। তবে গল্প নিয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। আমরা চেষ্টা করব শতভাগ ভালো একটা কাজ দর্শককে উপহার দেওয়ার।’ এই ওয়েব ফিল্ম দিয়ে অনেক দিন পর কাজে ফিরলেন বিন্দু। তিনি বলেন, ‘আট বছর পর ক্যামেরার সামনে নিজেকে সদ্যোজাত শিল্পী মনে হয়েছে। তবে পরিচালক, সহশিল্পী ও কলাকুশলীদের কাছ থেকে প্রথম দিন থেকেই যে ভালোবাসা-সম্মান পেয়েছি, তাতে আমি আপ্লুত।’ এ বছর চরকির আয়োজন সাজানো হয়েছে রোমান্টিক, থ্রিলার, ড্রামা, হররসহ সব ঘরানার গল্প দিয়ে। উল্লেখযোগ্য কনটেন্টের তালিকায় আছে আবু শাহেদ ইমনের ‘মারকুলেস’, সৈয়দ আহমেদ শাওকীর ‘বাইপাস’, সঞ্জয় সমাদ্দারের ‘দাগ’, গৌতম কৈরীর ‘জীবন থেকে পাওয়া’, রায়হান রাফির ‘সুড়ঙ্গ’।

‘মিশন এক্সট্রিম’ ও ‘ব্ল্যাক ওয়ার’ নির্মাণ করে পরিচিতি পাওয়া জুটি সানী সানোয়ার ও ফয়সাল আহমেদ আসছেন হইচইয়ের সিরিজ ‘মিশন হান্টডাউন’ নিয়ে। অভিনয় করছেন বিদ্যা সিনহা মিম, এফ এস নাঈম ও সুমিত সেনগুপ্ত। মিম আগে একটি ওয়েব ফিল্মে অভিনয় করেছেন, তবে ওয়েব সিরিজ এবারই প্রথম। ‘মিশন হান্টডাউন’ নিয়ে তিনি বলেন, ‘সিরিজের কাজে একটা বাড়তি সুবিধা আছে। অনেকগুলো পর্ব থাকে, চরিত্রের বিস্তারিত পর্দায় বলা যায়। পরিপূর্ণভাবে চরিত্রটি ফুটিয়ে তোলা সম্ভব হয়।’

চিত্রনায়িকা পূর্ণিমা অভিনয় করেছেন বঙ্গর ওয়েব সিরিজ ‘হোটেল রিল্যাক্স’-এ। এটি নির্মাণ করেছেন কাজল আরেফিন অমি। অন্যদিকে বাঁধন হাজির হচ্ছেন হইচইয়ের সিরিজ ‘ডেল্টা ২০৫১’ নিয়ে। কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়ের পরিচালনায় আরও দেখা যাবে ইন্তেখাব দিনার ও রওনক হাসানকে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com