রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ’রুশ জনগণকে ঐক্যবদ্ধ’ করার লক্ষ্যেই ইউক্রেনে রাশিয়া হামলা পরিচালনা করছে।
রোববার প্রচাতির এক সাক্ষাতকারে পুতিন ‘ঐতিহাসিক রাশিয়া’ পরিভাষাটি ব্যবহার করে ইউক্রেনের সার্বভৌমত্ব নস্যাৎ করাকে যৌক্তিক করে তুলতে বলেন যে ইউক্রেনিয়ান ও রুশরা অভিন্ন জনগোষ্ঠী। রুশিয়া ১ জাতীয় টেলিভিশনে প্রচারিত সাক্ষাতকারে পুতিন বলেন, ‘রাশিয়ার ভূরাজনৈতিক বিরোধীদের লক্ষ্য হলো রাশিয়াকে, ঐতিহাসিক রাশিয়াকে ছিন্নভিন্ন করা।’ তিনি বলেন, ‘ভাগ করো এবং জয় করো, তারা সবসময় এটিই করতে চেয়েছে এবং এখনো চাচ্ছে।’ তিনি বলেন, ‘তবে আমাদের লক্ষ্য ভিন্ন : রুশ জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ করা।’ পুতিন আবারো বলেন, ‘মস্কো আলোচনার জন্য প্রস্তুত। তবে ইউক্রেন ও তার পাশ্চাত্যের মিত্ররা আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করে আসছে।’
সূত্র : আলজাজিরা
Leave a Reply