জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে হত্যাযজ্ঞ হয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।
আজ মঙ্গরবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ কথা বলেন চিফ প্রসিকিউটর।
ফেসবুকে তাজুল ইসলাম লেখেন, ‘ম্যাসমার্ডার অর্থ হত্যাযজ্ঞ/গণহত্যা। জেনোসাইড মূলত “জাতিগত নির্মূল’ (Ethnic cleansing) অর্থে গণহত্যা। জুলাইয়ে বাংলাদেশে হত্যাযজ্ঞ (Mass Murder) হয়েছে -জেনোসাইড ( Genocide) হয়নি। বিভ্রান্তি ছড়াবেন না।’
প্রসঙ্গত, জুলাই-আগস্টে বাংলাদেশে কোনো গণহত্যা হয়নি, চিফ প্রসিকিউটরের বরাত দিয়ে এমন কয়েকটি প্রতিবেদন দেশের সংবাদমাধ্যমে প্রচার হয়েছে। এসব প্রতিবেদনে ‘গণহত্যা’ শব্দের ব্যবহার সঠিক হয়নি বলে অনেকেই মন্তব্য করেছেন। পরে প্রসিকিউটর ফেসবুক পোস্টে বিষয়টি নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানান।
এদিকে, জুলাই-আগস্টের গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করেছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। সেখানে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী পাঁচ অভিযোগ আনা হয়েছে।
গতকাল সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।
Leave a Reply