1. tasermahmud@gmail.com : admi2017 :
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪, ০৪:৩৫ পূর্বাহ্ন

প্যারিসে বন্দুকধারীর হামলা, নিহত ৩

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২

প্যারিসের কেন্দ্রস্থলে এক বন্দুকধারী গুলি চালিয়ে তিনজনকে হত্যা করেছে। একই ঘটনায় আহত হয়েছে আরো চারজন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, হামলাকারী একটি কুর্দি কমিউনিটি সেন্টার এবং রেস্টুরেন্টকে টার্গেট করেছিল। তদন্তকারীরা বলছেন, এটি বর্ণবাদী হামলা কিনা, সেটি তারা খতিয়ে দেখছেন।

প্যারিসের ১০ নম্বর ডিস্ট্রিক্টের স্ট্রাসবুর্গ-সেইন্ট ডেনিস এলাকাটি এড়িয়ে চলার জন্য কর্তৃপক্ষ জনগণকে পরামর্শ দিয়েছে।

হামলার জন্য ৬৯ বছর বয়সী এক সন্দেহভাজনকে আটক করা হয়েছে। লোকটি গ্রেফতার হওয়ার পরপরই জানা যায়, সম্প্রতি তাকে জেল থেকে মুক্তি দেয়া হয়েছিল। তাকে এর আগেরবার আটক করা হয়েছিল তরবারি হাতে প্যারিসে অভিবাসীদের একটি শিবিরে হামলা চালানোর জন্য।

ওই ঘটনাটি ঘটেছিল ২০২১ সালের ৮ ডিসেম্বর বারসির কাছে। কেন তাকে মুক্তি দেয়া হয়েছে, সেটি পরিস্কার নয়।

স্থানীয় মেয়র আলেক্সান্দ্রা কোর্ডেবার্ড বলেছেন, গুলি চালানোর সময় হামলাকারী ব্যক্তি নিজেও আহত হন। মোট তিনটি টার্গেটে হামলা চালানো হয়েছিল; একটি কুর্দি কমিউনিটি সেন্টার, একটি রেস্টুরেন্ট এবং একটি হেয়াড্রেসারের সেলুন। সেখানে দুজন গুলিবদ্ধ হয়।

একজন প্রত্যক্ষদর্শী আলি ডালেক বিবিসিকে জানান, ‘আমরা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, তখন গুলির শব্দ শুনি। আমরা তখন ঘুরে দাঁড়াই এবং দেখি ডানে-বামে লোকজন দৌড়াদৌড়ি করছে।’

‘তারপর পাঁচ-ছয় মিনিট বাদে, আমরা ওই হেয়ারড্রেসারের সেলুনে ঢুকি। আমরা ওদের চিনতাম। সেখানে গিয়ে দেখি একটা লোককে গ্রেফতার করা হয়েছে। লোকটি বয়স্ক, এবং বেশ লম্বা।’

আরেকজন প্রত্যক্ষদর্শী দোকানদার এএফপি বার্তা সংস্থাকে জানিয়েছেন, গোলাগুলির শব্দে তিনি নিজের জায়গায় দরজা বন্ধ করে লুকিয়ে ছিলেন। তিনি বলেন, সাত হতে আটবার গুলির শব্দ শুনেছেন।

গুলিতে আহত দুজনের অবস্থাকে আশংকাজনক বলে বর্ণনা করা হচ্ছে।

হামলাকারীকে পুলিশ কোনো বাধা ছাড়াই গ্রেফতার করে এবং তার কাছ থেকে অস্ত্রটিও উদ্ধার করেছে বলে খবর পাওয়া যাচ্ছে।

তদন্তকারীরা বলছেন, তারা একটি হত্যা মামলার তদন্ত শুরু করেছেন।

প্যারিসের মেয়র অ্যান হিডালগো দ্রুত ব্যবস্থা নেয়ার জন্য পুলিশের প্রশংসা করেছেন।

এই হামলার ঘটনা ঘটলো প্যারিসে ২০১৩ সালে তিন কুর্দি নারীকে হত্যার তিন বছর পর।

প্যারিসের যে মেট্রো স্টেশনের কাছে এই ঘটনা ঘটেছে সেখানে বেশ কিছু রেস্টুরেন্ট এবং দোকান আছে, সেই সাথে আছে একটি সাংস্কৃতিক কেন্দ্র। আলেক্সান্দ্রা কোর্ডেবার্ড বলেছেন, এটি বেশ প্রাণচঞ্চল একটি এলাকা।

আরেকজন প্রত্যক্ষদর্শী বলেছেন, রাস্তাটি এখন বিভিন্ন জরুরি সেবা সংস্থার লোকজনে ভর্তি।

ফ্রান্সের স্বরাষ্টমন্ত্রী জেরাল্ড ডারমানিন বলেছেন, তিনি ঘটনাস্থল পরিদর্শনের জন্য প্যারিসের উদ্দেশে রওনা হয়েছেন।

সূত্র : বিবিসি

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com