ভারতকে লিড দেয়ার লক্ষ্যে নেমে দিনের দ্বিতীয় ওভারেই উইকেট হারাল বাংলাদেশ। তার পরপরই ফিরেছেন ফিরেছেন মুমিনুল হক।
তৃতীয় দিনের সকাল একদমই নিজেদের মতো হয়নি টাইগারদের। শুরুতেই দু’জন ফেরেছেন সাজঘরে।
তৃতীয় দিনের প্রথম সেশনের দ্বিতীয় ওভারে সাজঘরে ফেরত গেছেন শান্ত। এলবিডব্লিউয়ের শিকার হয়েছেন রবীচন্দ্রন অশ্বিনের বলে। এরপর জাকিরের সঙ্গে জুটি বাধেন মুমিনুল হক। কিন্তু অভিজ্ঞ এ ব্যাটারও নিজের নামের প্রতি সুবিচার করতে পারলেন না।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেট হারিয়ে ৩৯ রান। শান্ত ফিরলেও আরেক ওপেনার জাকির হোসেন ব্যাট করছেন স্বাচ্ছন্দ্যে। জাকিরকে সঙ্গ দিচ্ছেন সাকিব আল হাসান।
এর আগে শেষ টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশ করেছিল ২২৭ রান। জবাবে ব্যাটিংয়ে নেমে শুরুতে কিছুটা বিপর্যয়ে পড়েলেও ঋষভ পান্ত ও শ্রেয়াস আইয়ারের ব্যাটে শেষ পর্যন্ত ৩১৪ রানে থামে ভারত। ৮৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে আবারো ব্যাট করছে বাংলাদেশ।
Leave a Reply