খুলনার সার্কিট হাউজ মাঠে শুরু হয়েছে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ। বিএনপির অঙ্গ সংগঠন ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল এই সমাবেশের আয়োজন করেছে।
সমাবেশে যোগ দিতে দুপুর থেকেই খুলনার বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে আসতে শুরু করেন। তীব্র দাবদাহের কারণে মাঠে অবস্থান না নিয়ে তারা আশপাশের বিভিন্ন গাছের ছায়ায় আশ্রয় নিয়েছেন।
এর মধ্যে খুলনা মহানগর যুবদলের নেতাকর্মীরা বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে শহীদ হাদিস পার্কে অবস্থান করেন। খুলনার স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা মিছিল নিয়ে নগরীর গোলকমনি পার্কে অবস্থান নেন। এ ছাড়া বিভিন্ন উপজেলা থেকে আসা নেতাকর্মীরা খুলনা জেলা স্টেডিয়াম, কোর্ট এলাকা ও শহীদ হাদিস পার্কের ছায়ায় অবস্থান করছেন।
যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না জানান, তীব্র দাবদাহের কারণে সবাইকে আশপাশের ছায়াযুক্ত স্থানে অবস্থান করতে বলা হয়।
কেন্দ্র ঘোষিত সমাবেশে প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
Leave a Reply