বিশ্বকাপ জিতেও বাংলাদেশকে ভুলেনি আর্জেন্টিনা। আরো একবার বাংলাদেশকে স্মরণ করেছে আর্জেন্টিনা ফুটবল দল। আবারো টুইটারে এক ভিডিওর মাধ্যমে বাংলাদেশকে স্মরণ করে বতর্মান বিশ্বচ্যাম্পিয়নরা। সেই সাথে নিরঙ্কুশ সমর্থনের জন্য বাংলাদেশকে ধন্যবাদ জানিয়েছে।
হাজার হাজার মাইলের দূরত্ব ছাপিয়ে বাংলাদেশের মানুষের ভালোবাসা বেশ ভালোভাবেই অনুধাবন করছে আলবিসেলেস্তারা। মেসি ও তার দলের প্রতি বাংলাদেশী সমর্কদের ভালোবাসা হৃদয় কেড়েছে আর্জেন্টিনাইনদের। সামাজিক যোগাযোগমাধ্যমেও দেখা যায় বাংলাদেশকে নিয়ে তাদের উল্লাস, উচ্ছ্বাস, উদ্দীপনা।
বাংলাদেশের পতাকা হাতেও দেখা গেছে তাদের। চ্যাম্পিয়ন হওয়ার পরও আর্জেন্টিনার রাস্তাতেও দেখা গেছে লাল-সবুজের পতাকা। আর এর আগে তো বাংলাদেশ ক্রিকেট দলকেও শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছিল আর্জেন্টিনা থেকেও। তাছাড়া কোচ স্কালোনির মুখেও শোনা গেছে বাংলাদেশের নাম।
গতকাল শিরোপা জয়ের পর আবারো আর্জেন্টিনা ফুটবল দলের টুইটারে বাংলাদেশকে ধন্যবাদ জানানো হয়। যেখানে বলা হয়, ‘ধন্যবাদ বাংলাদেশ। ধন্যবাদ কেরালা, ভারত ও পাকিস্তান। আপনাদের সমর্থন দুর্দান্ত ছিল।’ সাথে বাংলাদেশী সমর্থকদের উচ্ছ্বাস ও আনন্দের একটি ভিডিও শেয়ার করা হয় ফুটবল দলের টুইটারে।
Leave a Reply