নিজেকে দুর্ভাগাই ভাবতে পারেন কিলিয়ান এমবাপ্পে। ফাইনালে হ্যাটট্রিক করলেন অথচ তার দল বিশ্ব চ্যাম্পিয়ন হতে পারল না। কিন্তু তিনি ঠিকই পেয়ে গেলেন গোল্ডেন বুট। তাও আবার লিওনেল মেসিকে হারিয়ে।
ফাইনালের প্রথমার্ধের খেলা দেখে মনে হচ্ছিল নিজ হাতে যেন কাতার বিশ্বকাপের গল্পটা লিখেছেন মেসি। যা চেয়েছেন ঠিক তাই পেয়েছেন। গোল করেছেন, গোল করিয়েছেন। এরপর অতিরিক্ত সময়েও গোল পেলেন। মনে হচ্ছিল সোনার বুট উঠবে তার হাতেই। কিন্তু এমবাপ্পে ক্ষিপ্র চিতার মতো পাল্টে দিলেন দৃশ্যপট। ফাইনালে করে বসলেন ৩ গোল। মেসি আর্জেন্টিনাকে বিশ্বকাপ ট্রফি এনে দিলেও সর্বোচ্চ গোলদাতা এমবাপ্পে।
কাতার বিশ্বকাপে গোল্ডেন বুট জেতার দৌড়ে সমান্তরালে ছিলেন দুই মহাতারকা, আর্জেন্টিনার লিওনেল মেসি ও ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে। ফাইনালে এই দ্বৈরথটা জমে উঠতে পারে এমন একটা সম্ভাবনার মঞ্চ ছিল তৈরি। জমলও বেশ। এমবাপ্পে মেষ খেলায় বাজিমাত করলেন। মেসিকে পেছনে ফেলে কাতার বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা ফ্রান্সের এমবাপ্পে।
Leave a Reply