ইতিহাস গড়েই এগিয়ে চলছে বাংলাদেশ। যা কেউ পারেনি আগে, আজ তাই করে দেখালেন নাজমুল হোসেন শান্ত ও জাকির হাসান। তাদের দু’জনের উদ্বোধনী জুটিতে স্বপ্নের সীমানা বাড়িয়ে লাঞ্চ ব্রেকে বাংলাদেশ। স্কোরবোর্ডে বাংলাদেশের রান এখন ৪২ ওভারে বিনা উইকেটে ১১৯। দুই ওপেনারই তুলে নিয়েছেন অর্ধশতক।
নাজমুল হোসেন শান্ত ও জাকির হাসানের জুটিতে ভারতের বিপক্ষে প্রথমবারের মতো শতরানের উদ্বোধনী জুটি দেখল বাংলাদেশ। ২০১০ সালের জানুয়ারি, এই চট্টগ্রামেই ইমরুল কায়েস ও তামিম ইকবাল ভারতের বিপক্ষে উদ্বোধনী জুটিতে ৫৩ রান তুলেছিলেন। প্রায় ১৩ বছর বাদে আজ চট্টগ্রামেই এলো ভারতের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় ৫০ ছাড়ানো উদ্বোধনী জুটি।
শুধু তাই নয়, যেকোনো প্রতিপক্ষের বিপক্ষে এই জুটি বাংলাদেশের পক্ষে নবম ১০০ ছাড়ানো উদ্বোধনী জুটি। চতুর্থ ইনিংসে এর আগে কেবল একবারই বাংলাদেশের ওপেনাররা ১০০ এর বেশি রান করতে পেরেছিলেন। ২০০৫ সালে ঢাকায় জিম্বাবুয়ের বিপক্ষে ১৩৩ রানের জুটি গড়েছিলেন জাবেদ ওমর ও নাফিস ইকবাল।
তবে ভারতের দেয়া ৫১৩ রানের লক্ষ্যে এখন পর্যন্ত সঠিক পথেই হাঁটছে বাংলাদেশ। যদিও এখনো অনেক পথ বাকী, জিততে হলে করতে হবে আরো ৩৯৪ রান। তবে উদ্বোধনী জুটিই আশা দেখাচ্ছে বাংলাদেশকে। নাজমুল হোসেন শান্ত একপ্রান্তে অপরাজিত আছেন ৬৪ রানে, অন্যপ্রান্তে জাকির হাসান অপরাজিত আছেন ৫৫ রানে।
Leave a Reply