ক্রিস্টিয়ানো রোনালদো শুরুর একাদশে ছিলেন না। সুইজারল্যান্ডের বিপক্ষে ৬-১ গোলের জয়ের পর কোয়ার্টার ফাইনালে মরক্কোর বিরুদ্ধে শুরুর একাদশে তাকে ছাড়া নেমেছিল পর্তুগাল। কিন্তু প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে পড়ার পর রোনালদোকে না নামিয়ে উপায় ছিল না কোচ ফার্নান্দো সান্তোসের।
কিন্তু বদলি নেমে দলকে অবশ্য কাঙ্ক্ষিত গোল এনে দিতে পারেননি রোনালদো। পর্তুগাল হেরে যায় ১-০ গোলে। প্রথম আরব ও আফ্রিকান দল হিসেবে বিশ্বকাপের সেমিফাইনালে ওঠে মরক্কো।
এদিকে বিশ্বকাপ থেকে বিদায়ের পর পর্তুগালের কোচ ফার্নান্দো সান্তোসেকে আর কোচের পদে রাখা হবে কিনা, তা নিয়ে বেশ কিছুদিন ধরে চলছিল জোর জল্পনা। অবশেষে জানা গেল সান্তোস আর পর্তুগাল কোচের পদে থাকছেন না। দলটির সঙ্গে তার আট বছরের অধ্যায় শেষ হলো। পর্তুগাল ফুটবল ফেডারেশনের বৃহস্পতিবার দেওয়া বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সব মিলিয়ে তার কোচিংয়ে পর্তুগাল খেলেছে ১০৯ ম্যাচ। যার মধ্যে জয় ৬৭, ড্র ২৩ ও হার ১৯ ম্যাচে।
Leave a Reply