1. tasermahmud@gmail.com : admi2017 :
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪, ০৬:৪৪ পূর্বাহ্ন

বিশ্বব্যাপী করোনায় আক্রান্ত ৬৫ কোটি ৪৮ লাখ

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২

বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা বেড়ে ৬৫ কোটি ৪৮ লাখ ছাড়িয়ে গেছে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুসারে, বুধবার সকাল ১১টা পর্যন্ত বিশ্বব্যাপী মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৫ কোটি ৪৮ লাখ ৫৫ হাজার ৯৭৩ জনে। মোট মৃতের সংখ্যা ৬৬ লাখ ৬১ হাজার ৯৪৭ জনে পৌঁছেছে। আর সুস্থ হয়েছে ৬২ কোটি ৯৯ লাখ ৪৮ হাজার ৪৩৮ জন।

এ পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০ কোটি ১৪ লাখ ১৯ হাজার ৮৫৩ জনে। মোট মারা গেছে ১১ লাখ ১০ হাজার ৫৬১ জন।

তালিকায় আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে আছে ভারত। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন চার কোটি ৪৬ লাখ ৭৬ হাজার ৩৬৮ জন। মৃত্যু হয়েছে পাঁচ লাখ ৩০ হাজার ৬৫৮ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে চতুর্থ স্থানে আছে ফ্রান্স। মোট আক্রান্ত হয়েছে তিন কোটি ৮৬ লাখ ১২ হাজার ৭৫৮ জন। আর মারা গেছে এক লাখ ৬০ হাজার আট জন।

এরপর আক্রান্তে চতুর্থ ও মৃত্যুতে পঞ্চম স্থানে আছে জার্মানি। আক্রান্ত হয়েছেন মোট তিন কোটি ৬৮ লাখ ৬০ হাজার ৯৯৮ জন। আর মৃত্যু হয়েছে এক লাখ ৫৯ হাজার ৩৬৪ জনের।

তালিকায় আক্রান্তে পঞ্চম ও মৃত্যুতে দ্বিতীয় ব্রাজিল। আক্রান্ত হয়েছে তিন কোটি ৫৭ লাখ ১৪ হাজার ২৫১ জন। মারা গেছে ছয় লাখ ৯১ হাজার ১৭৪ জন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com