নেতৃত্বের অভিষেকেই লিটন দাস নজর কেড়েছেন সবার, যে যার জায়গা থেকে প্রশংসা করেছেন লিটনের বুদ্ধিদীপ্ত অধিনায়কত্বের। এক কথায় বিকল্প হিসেবে নেতৃত্ব পেয়েও পাশমার্ক পেয়েছেন লিটন। তার নেতৃত্বে ভর করে ভারতের বিপক্ষে সিরিজ জিতে নিয়েছে টাইগাররা, শেষ ম্যাচটা জিততে পারলে হয়তো আরো স্মরণীয় হয়ে থাকতো অধ্যায়টা।
এই সিরিজের আগে লিটনের নেতৃত্বের অভিজ্ঞতা বলতে মাহমুদউল্লাহ রিয়াদের চোটে ২০২১ সালে একটি টি-টোয়েন্টি। এর বাইরে ওয়েস্ট ইন্ডিজ সফরে একটি তিন দিনের আন-অফিশিয়াল ম্যাচে অধিনায়কত্ব করেছিলেন লিটন। তবে প্রথমবারের মতো পুরো সিরিজের নেতৃত্ব পেয়ে বাজিমাত করেছেন লিটন, সেই সাথে পেয়ে গেছেন নেতৃত্বের মজা। ফলে, ভবিষ্যতে স্থায়ী অধিনায়কত্বের সুযোগ এলে দায়িত্ব নিতে চান লিটন।
নিজের প্রথম পূর্ণাঙ্গ সিরিজে সফল লিটন কি ভবিষ্যতে স্থায়ী অধিনায়কত্ব করতে চান? ম্যাচ শেষে এমন প্রশ্নের জবাবে লিটন বলেন, ‘অবশ্যই। যদি বিসিবি আমাকে সুযোগ দেয়, আমি একই ব্যাপার করবো। আমি আজকে খুশি নেতৃত্বের সুযোগ দেয়ার জন্য।’
ভারতের মতো পরাক্রমশালী দলের বিপক্ষে সিরিজ জয়ের বিশ্বাসটা কেমন ছিল শুরুর দিকে? এই প্রশ্নের জবাবে লিটন শোনালেন আত্মবিশ্বাসের গল্প- তার ভাষায়, ‘প্রথম সংবাদ সম্মেলনে একটা কথা বলেছিলাম, ওই বিশ্বাসটা আছে। কে যেন প্রশ্ন করেছিল ট্রফি রাখতে চান কি না, আমি বলেছিলাম অবশ্যই। অধিনায়ক হিসেবে অথবা ক্রিকেটার, যখন অংশ নেবেন। এরকম বড় সিরিজ জেতার আশা করবেনই।’
শেষ ম্যাচে ভারতের বিপক্ষে হারের কারণ হিসেবে অতিরিক্ত রান হয়ে যাওয়াকেই দায়ী করলেন লিটন। তবে তখনো জয়ের স্বপ্ন দেখছিল বাংলাদেশ দাবি করে লিটন বলেন, ‘৪০০ রানের পর দলের মধ্যে কথা একটাই ছিল-আক্রমণাত্মক ক্রিকেট খেলবো। আক্রমণের সাথে উইকেট রাখার চিন্তা ছিল। তবে আপনি যখন আক্রমণ করবেন, কিছু সময় উইকেট চলেই যাবে।’
Leave a Reply