নেইমারকে ছাড়াই আজ মাঠে নামছে ব্রাজিল, প্রতিপক্ষ গ্রুপ পর্বের শক্তিশালী সুইজারল্যান্ড। অন্যদিকে রোনালদোর পর্তুগালের প্রতিপক্ষ লুইস সুয়ারেজের উরুগুয়ে। ব্রাজিল, পর্তুগালসহ আজ আরো যারা মাঠে নামছে-
ক্যামেরুন-সার্বিয়া
দিনের প্রথম ম্যাচে বাংলাদেশ সময় বিকেল ৪টায় কাতারের আল জানৌব স্টেডিয়ামে মাঠে নামছে ক্যামেরুন ও সার্বিয়া।
এবারের বিশ্বকাপের শুরুটা ভালো হয়নি কোনো দলেরই। ব্রাজিলের কাছে ২-০ ব্যবধানে হেরে বিশ্বকাপ যাত্রা শুরু করেছে সার্বিয়া। অন্যদিকে, সুইজারল্যান্ডের কাছে ১-০ গোলে হেরেছে ক্যামেরুন। দু’দলের কাছেই তাই আজকের ম্যাচটি টিকে থাকার লড়াই।
দু’দলই হার দিয়ে বিশ্বকাপ শুরু করায় এখনো পয়েন্ট তালিকায় নাম তুলা হয়নি কারোরই। তালিকার তলানিতে অবস্থান করছে দল দু’টা। ক্যামেরোন তৃতীয় ও সার্বিয়া আছে চতুর্থ স্থানে। ফলে আজ জয় পেতে মরিয়া হয়ে থাকবে দু’দল। হেরে গেলেই শেষ হয়ে যাবে কাতার বিশ্বকাপে শেষ ১৬-র স্বপ্ন।
এর আগে একবারই মুখোমুখি হয়েছিল দু’দল। ২০১০ সালে এক ফ্রেন্ডলি ম্যাচে সার্বিয়ার মুখোমুখি হয়েছিল ঘানা। হাড্ডাহাড্ডি লড়াইয়ের সেই ম্যাচে ৪-৩ গোলে জয় পায় সার্বিয়া।
দক্ষিণ কোরিয়া-ঘানা
জাপান, সৌদি আরব, ইরান একটি করে জয় পেলেও এশিয়ার পাওয়ার হাউজ দক্ষিণ কোরিয়া কাতার বিশ্বকাপে এখনো সাফল্যের দেখা পায়নি। উরুগুয়ের সাথে গোলশূন্য ড্র করা দক্ষিণ কোরিয়া নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ ঘানার মুখোমুখি হচ্ছে। এডুকেশন সিটি স্টেডিয়ামে ম্যাচটি শুরু বাংলাদেশ সন্ধ্যা ৭টায়।
‘এইচ’ গ্রুপে পর্তুগালের সাথে দারুণ লড়াই করেও ৩-২ গোলে হেরে যাওয়া আফ্রিকান দল ঘানাও আছে নিজেদের প্রথম জয়ের খোঁজে। জয় দিয়ে বিশ্বকাপ শুরু করায় পূর্ণ তিন পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। তবে প্রথম ম্যাচে ড্র করায় এক পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে দক্ষিণ কোরিয়া। বিপরীতে হার দিয়ে বিশ্বকাপ শুরু করা ঘানা এখনো পয়েন্টের মুখ দেখা হয়নি। স্বাভাবিকভাবেই সবার নিচে অবস্থান তাদের।
তবে দক্ষিণ কোরিয়াকে হারিয়ে পয়েন্টের দরজা খুলতে চাইবে ঘানা। বিশ্বকাপে টিকে থাকতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই তাদের। একই সমীকরণ দক্ষিণ কোরিয়ারও। এরা আগে বিশ্বকাপে কখনো মুখোমুখি লড়াই হয়নি দু’দলের। বিশ্বকাপ ইতিহাসে দক্ষিণ কোরিয়া-ঘানার এটিই প্রথম ম্যাচ। তবে এর আগে সাতবার প্রীতি ম্যাচে মুখোমুখি হয় তারা। যেখানে চার জয়ে এগিয়ে ঘানা, তিন জয় কোরিয়ার।
ব্রাজিল-সুইজারল্যান্ড
এবারের বিশ্বকাপের আরো একটি গুরুত্বপূর্ণ ম্যাচে আজ মাঠে নামছে ব্রাজিল ও সুইজারল্যান্ড। গ্রুপ পর্বের সব থেকে কঠিন প্রতিপক্ষের বিপক্ষে মাঠে নামবে পাঁচবারের শিরোপাজয়ীরা। কাতারের স্টেডিয়াম ৯৭৪-এ ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময়ে রাত ১০টায়।
সুইজারল্যান্ডকে এবারের বিশ্বকাপের অন্যতম ডার্ক হর্স ধরা হয়েছিল। প্রথম ম্যাচে ক্যামেরুনকে ১-০ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে সুইসরা। অন্যদিকে, সার্বিয়াকে ২-০ ব্যবধানে ব্রাজিলের শুরুটাও হয়েছে দারুণ।
ব্রাজিল ও সুইজারল্যান্ডের মুখোমুখি দেখায় ব্রাজিল কিছুটা এগিয়ে। দুই দল মোট ৯ বার মুখোমুখি হয়েছে। এরমধ্যে তিনবার জিতেছে ব্রাজিল, দু’বার জিতেছে সুইজারল্যান্ড। বাকি ম্যাচগুলো ড্র হয়েছে। দুই দল সর্বশেষ মুখোমুখি হয়েছিল ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে। যেখানে ১-১ ব্যবধানে ড্র হয়েছিল ম্যাচটি।
পর্তুগাল-উরুগুয়ে
আজ কাতারের লুসাইল স্টেডিয়ামে মুখোমুখি হবে পর্তুগাল ও উরুগুয়ে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময়ে রাত ১টায়। বিশ্বকাপে টিকে থাকতে হলে জয়ের বিকল্প নেই উরুগুয়ের। বিপরীতে জিতলেই শেষ ১৬ নিশ্চিত পর্তুগালের।
এবারের বিশ্বকাপের অন্যতম হট ফেভারিট পর্তুগাল বিশ্বকাপের শুরুটা করেছে দারুণভাবে। বিশ্বকাপের প্রথম ম্যাচে ক্যামেরুনকে ৩-২ গোলে হারিয়ে শুভসূচনা করেছে ক্রিস্টিয়ানো রোনালদোর দল। অন্যদিকে দক্ষিণ কোরিয়ার সাথে গোলশূন্য ড্র করেছিল লুইস সুয়ারেজ, কাভানি সমৃদ্ধ উরুগুয়ে। তাই তাদের জন্য সমীকরণটাও কঠিন হয়ে যাচ্ছে।
জয় দিয়ে বিশ্বকাপ শুরু করায় পূর্ণ তিন পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। বিপরীতে এক ড্র নিয়ে তৃতীয় স্থানে আছে উরুগুয়ে। ফলে সমীকরণটা জয়-পরাজয়েই নির্ধারণ হবে।
এখন পর্যন্ত পর্তুগাল ও উরুগুয়ে তিনবার মুখোমুখি হয়েছিল। যেখানে পর্তুগাল ও উরুগুয়ে সমান একটি করে ম্যাচ জিতেছে। বাকি একটি ম্যাচ ড্র হয়েছে। শেষ লড়াইয়েই শুধু বিশ্বকাপে মুখোমুখি হয়েছিল তারা, গত রাশিয়া বিশ্বকাপে। যেখানে ২-১ গোলের ব্যবধানে জয় পায় উরুগুয়ে।
Leave a Reply