করোনাভাইরাস প্রতিরোধে ৫০ বছর ও এর বেশি বয়সীদের সবাইকে দ্বিতীয় বুস্টার ডোজ দেওয়ার সুপারিশ দিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) ও ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ)। প্রথম বুস্টার ডোজ নেওয়ার অন্তত চার মাস পর এ ডোজ নিতে হবে।
সিডিসি বলেছে, টিকা নেননি এমন ব্যক্তিদের চেয়ে করোনার বুস্টার ডোজ নিয়েছেন এমন ব্যক্তিদের করোনায় মৃত্যুর আশঙ্কা ২১ শতাংশ কম। বুস্টার ডোজ নেওয়ার ব্যক্তিদের হাসপাতালে ভর্তির হার ৭ শতাংশ কম।
সিডিসির পরিচালক ড. রচেল পি. ওয়ালেনস্কি বলেছেন, যাদের বয়স ৫০ কিংবা ৬৫ বছরের ঊর্ধ্বে এবং যারা উচ্চ ঝুঁকিতে রয়েছেন তাদের জন্য আরেকটি বুস্টার ডোজ খুব উপকারী।
Leave a Reply