ছারপোকার ওষুধের গ্যাসে পাঁচজনকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে রাজধানীর বংশাল সিদ্দিক বাজারের একটি জুতার কারখানায় এ ঘটনা ঘটে।
অসুস্থ মোহাম্মদ রিপন, সায়মন, মোহাম্মদ ইয়াছিন, সাব্বির হোসেন ও পবনকে মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়।
এদিকে, পাশের কারখানার মালিক রিপন মিয়া বলেন, ‘বিকেল ৪টার দিকে রফিক মিয়ার জুতার কারখানায় ছারপোকা মারার ট্যাবলেট পানিতে মিশিয়ে ছিটানো হয়। পরে এক ঘণ্টা ঘরের দরজা-জানালা বন্ধ করে রাখা হয়। এ সময় ঘরের মধ্যে প্রবেশ নিষেধ থাকলেও কয়েকজন ঢোকে। তখনই তারা অসুস্থ হয়ে পড়ে।’
ঢামেক পুলিশ ক্যাম্প ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, ‘ছারপোকা মারার ওষুধের গ্যাসে অসুস্থ পাঁচজনকে ঢাকা মেডিক্যালে নিয়ে আসা হয়েছে। তাদের ভর্তির পর বংশাল থানায় বিষয়টি জানানো হয়েছে।’
Leave a Reply