অবশেষে দেখা মিলল সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসানের। চাচার জানাজায় অংশ নিতে দীর্ঘদিন পর প্রকাশ্যে এসেছেন বিতর্কিত মন্তব্য করে পদ হারানো সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান।
ডা. মুরাদ হাসানের চাচা সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আমিনুর রহমান তালুকদারের জানাজায় অংশ নিতে গতকাল নিজ গ্রাম জামালপুরের সরিষাবাড়ী উপজেলার দৌলতপুরে আসেন তিনি। সরিষাবাড়ীর উপজেলার দৌলতপুর অ্যাডভোকেট মতিউর রহমান তালুকদার কলেজ মাঠে অনুষ্ঠিত জানাজায় অংশ নেন ডা. মুরাদ হাসান।
এ সময় সাংসদ ডা. মুরাদ হাসান এক সংক্ষিপ্ত ভাষণে বলেন, ‘বাংলাদেশের এমন কোনো জায়গা নেই যেখানে কোনো রাজাকার জন্মগ্রহণ করেনি। কিন্তু জামালপুরের সরিষাবাড়ী উপজেলার আওনা ইউনিয়ন ব্যতিক্রম। এখানে একটি রাজাকারও জন্মগ্রহণ করেনি। এটা বীর মুক্তিযোদ্ধাদের ঘাঁটি এবং সেই পবিত্র মাটি।’
এ সময় আরও উপস্থিত ছিলেন বিচারপতি মাহমুদুল হাসান তালুকদার, সরিষাবাড়ী উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিন পাঠান প্রমুখ। বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আমিনুর রহমান তালুকদারকে রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
Leave a Reply