আসছে নতুন বছর অর্থাৎ ২০২২ সালে সামরিক খাতে ৭৭০ বিলিয়ন ডলার ব্যয় করবে যুক্তরাষ্ট্র। এ সংক্রান্ত একটি বিলে গত সোমবার স্বাক্ষর করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। হোয়াইট হাউস বিষয়টি নিশ্চিত করেছেন বলে জানিয়েছে রয়টার্স। জো বাইডেনের স্বাক্ষরের মাধ্যমে আইনে পরিণত হলো এই বিলটি। স্বাক্ষরের পর এক বিবৃতিতে বাইডেন বলেন, ‘দেশের সামরিক ব্যবস্থাকে শক্তিশালী করার জন্য এই আইন অত্যন্ত উপযোগী।
বিশ্বের সবচেয়ে বড়, সমৃদ্ধ ও শক্তিশালী সামরিক বাহিনী হলো মার্কিন সামরিক বাহিনী। এই বাহিনীর বহুমাত্রিকতা ও বিস্তৃতির কারণে প্রতি বছর মার্কিন সামরিক খাতে সরকারি অর্থায়নের জন্য রীতিমতো আইন প্রণয়ন করতে হয়। সেই আইনের নাম হলো ন্যাশনাল ডিফেন্স অথরাইজেশন অ্যাক্ট (এনডিএএ)।
Leave a Reply