1. tasermahmud@gmail.com : admi2017 :
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৫:৫৩ পূর্বাহ্ন

মাথায় বল লেগে মাঠেই লুটিয়ে পড়লেন শ্রীলঙ্কান ক্রিকেটার

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২০

টি-২০ বিশ্বকাপ শুরুর আগেই কেঁপে ওঠল ক্রিকেট বিশ্ব। তবে গুরুতর দূর্ঘটনা এড়াতে পেরেছে শ্রীলঙ্কার মহিলা ক্রিকেট দল৷ প্র্যাক্টিস ম্যাচে মাথায় চোট পেয়ে হাসপাতালে ভর্তি হন ডান হাতি মিডিয়াম পেসার আচিনি কুলসূর্য৷ পরে হাসপাতাল থেকে ছাড়া পান তিনি৷ তবে চোট পাওয়ার মুহূর্তে আতঙ্ক ছড়ায় কারেন রোল্টন ওভালে৷

অ্যাডিলেডে দক্ষিণ আফ্রিকার সঙ্গে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে মাঠে নেমেছিল শ্রীলঙ্কা৷ ম্যাচে ট্রিয়নের নেওয়া শটে লং-অফে ফিল্ডিং করা কুলসূর্য ক্যাচ ধরার সময় ঘটে বিপত্তি৷ বল গিয়ে লাগে ২৯ বছর বয়সী তারকার করোটির ঠিক উপরে৷ সাথে সাথে তিনি মাটিতে লুটিয়ে পড়েন৷ বেশ কিছুক্ষণ নড়াচড়াও করেননি তিনি৷ স্বভাবিকভাবেই মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে মাঠে৷ ডাক্তার এসে প্রাথমিক শুশ্রুষা করলে জ্ঞান ফেরে তার৷

আরও পড়ুন: ঘরে-বাইরে দু’টি গুরুত্বপূর্ণ সিরিজে ডে-নাইট টেস্ট খেলবে ভারত, জানালেন সৌরভ

তড়িঘড়ি স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে আসা হয় কুলসূর্যকে এবং কোনও সময় নষ্ট না করে নিকটবর্তী রয়্যাল অ্যাডিলেড হাসপাতালে নিয়ে যাওয়া হল তাঁকে৷ হাসপাতালে যাবতীয় পরীক্ষার পর ছেড়ে দেয়া হয় শ্রীলঙ্কান তারকাকে৷

শ্রীলঙ্কান টিম ম্যানেজমেন্টের তরফে পরে জানানো হয় যে, সুস্থ রয়ছেন কুলসূর্য৷ হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হলেও কুলসূর্য আপাতত দলের মেডিক্যাল টিমের নজরদারিতে থাকবেন৷

অনুশীলন ম্যাচে দক্ষিণ আফ্রিকা ৪১ রানে পরাজিত করে শ্রীলঙ্কাকে৷ প্রথমে ব্যাট করে দক্ষিণ আফ্রিকার মেয়েরা নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১৪৬ রান তোলে৷ মারিজান কাপ ৪৪, উলভার্ট অপরাজিত ৩৮ রান করেন৷ জবাবে শ্রীলঙ্কা ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১০৫ রানে আটকে যায়৷
সূত্র : কলকাতা

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com