৭০ শতাংশ লোককে টিকাদানের আগে করোনাভাইরাস শেষ হবে না বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও)। সংস্থাটি বলছে, বিশ্বে টিকাদানের হার খুবই মন্থর। এটা বাড়াতে হবে। করোনা নিয়ে এখনই আত্মতৃপ্তিতে ভোগার কোনো সুযোগ নেই।
গতকাল শুক্রবার বার্তা সংস্থা এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন ডাব্লিউএইচওর ইউরোপ অঞ্চলের প্রধান হান্স ক্লুগ। হান্স ক্লুগ বলেছেন, ‘ইউরোপের ৩৬.৬ শতাংশ লোককে এখন পর্যন্ত করোনার এক ডোজ টিকাদান শেষ হয়েছে। দুই ডোজ পেয়েছেন ১৭ শতাংশ লোক।’
তিনি বলেছেন, ‘চার সপ্তাহ ধরে বিশ্বে করোনার সংক্রমণ অব্যাহতভাবে কমে এলেও আশঙ্কা দেখা দিয়েছে ভারতীয় ধরন নিয়ে। এটা অনেক বেশি সংক্রামক। ইউরোপের ২৭টি দেশে এ ধরনটি শনাক্ত হয়েছে।’
হান্স ক্লুগ বলেন, ‘করোনার টিকা কার্যকর প্রমাণিত হলেও লোকজনকে সতর্ক থাকতে হবে। দেখা যাচ্ছে অনেকে আত্মতৃপ্তিতে স্বাস্থ্যবিধির কথা ভুলে যাচ্ছেন। আবার অনেক দেশ স্বাস্থ্যবান তরুণদের টিকা দিলেও দরিদ্র দেশগুলো ঝুঁকিতে থাকা প্রবীণদেরও টিকা দিতে পারছে না।’
Leave a Reply