1. tasermahmud@gmail.com : admi2017 :
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ১০:৩০ পূর্বাহ্ন

গাজায় ইসরায়েলি বিমান হামলা, শিশুসহ নিহত ২০

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ মে, ২০২১

বর্তমানে ইসরায়েলের রাজধানী জেরুজালেমে রকেট হামলার পরপর ফিলিস্তিনের গাজায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ খবর দিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। আজ মঙ্গলবার মাধ্যমটির খবরে বলা হয়, হামলায় ২০ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ৯ জন শিশুও রয়েছে। আহত হয়েছেন কমপক্ষে আরও ৬৫ জন।

প্রতিবেদনে আরও বলা হয়, বিমান হামলায় অন্তত তিনজন হামাস মিলিট্যান্ট মারা গেছে বলে দাবি করেছে ইসরায়েল। দেশটির সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্ণেল জোনাথন কনরিকাস বলেছেন, গাজায় সামরিক লক্ষ্যবস্তুতে আক্রমণ আমরা শুরু করেছি।

হামাস সূত্রে জানা গেছে, হামলায় ইজজেডাইন আল-কাসাম ব্রিগেডের অধিনায়ক মোহাম্মদ আবদুল্লাহ ফায়াদ নিহত হয়েছেন।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু বলেছেন, ইসরায়েল দুর্দান্ত শক্তি দিয়ে প্রতিক্রিয়া জানাবে। যারা আমাদের আক্রমণ করে তাদের চড়া মূল্য দিতে হবে।

এর আগে পূর্ব জেরুজালেমে আল-আকসা মসজিদ ও এর আশপাশের এলাকায় টানা তিন দিন ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর হামলায় নারী ও শিশুসহ কয়েকশত ফিলিস্তিনি আহত হয়। এর প্রতিবাদে সোমবার জেরুজালেমে ইসরায়েলের লক্ষবস্তুতে কয়েক ডজন রকেট নিক্ষেপ করে গাজা উপত্যকার ক্ষমতাসীন দল হামাস। এরপরই গাজায় বিমান হামলা করে ইসরায়েল। হামলার ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে হামলার সময় সতর্কতামূলক সাইরেন বেজে উঠলে ইসরায়েলের পার্লামেন্ট খালি করে ফেলা হয়।

গতকাল সোমবার এ ঘটনায় বিবিসির প্রতিবেদনে বলা হয়, রকেট ছোঁড়া হয়েছিল গাজা থেকে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com