আগামি ৪ মাস মাস্ক পরলে বাঁচবে অন্তত ১৪ হাজার প্রাণ! এমন ভবিষ্যৎবাণীই দিয়েছে ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের এক গবেষণা। এতে বলা হয়েছে, আগামি ১লা আগস্ট নাগাদ যুক্তরাষ্ট্রে করোনায় মারা যেতে পারেন ৬ লাখ ১৮ হাজার ৫২৩ জন। তবে যদি ৯৫ শতাংশ মার্কিনি মাস্ক পরেন তাহলে প্রাণহানি হবে ৬ লাখ ৪ হাজার ৪১৩ জনের। অর্থাৎ, মাস্ক পরার ওপরে নির্ভর করছে ১৪ হাজার প্রাণ।
গবেষণাটি চালিয়েছে ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট ফর হেল্থ মেট্রিক্স অ্যান্ড ইভালুয়েশনস। তারা আরো জানিয়েছে, যদি ভ্যাকসিন নেয়ার পর মানুষ মনে করে যে আগের মতো চলাচল করা যাবে তাহলে ভয়াবহ অবস্থা ধারণ করবে যুক্তরাষ্ট্রের। বলা হয়েছে, এরকম অবস্থা হলে ১লা আগস্ট নাগাদ প্রাণ হারাবেন ৬ লাখ ৯৭ হাজার ৫৭৩ জন। অর্থাৎ অতিরিক্ত প্রাণ হারাবেন প্রায় ৯৩ হাজার মানুষ!
Leave a Reply