দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরো ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৮ হাজার ৪১৬জনে। নতুন করে রোগী শনাক্ত হয়েছে ৫৮৫ জন। মোট শনাক্ত ৫ লাখ ৪৬ হাজার ৮০১ জনে দাঁড়িয়েছে। ২৪ ঘণ্টায় ৮৭৩জন এবং এখন পর্যন্ত ৪ লাখ ৯৭ হাজার ৭৯৭ জন সুস্থ হয়ে উঠেছেন।
আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরো জানানো হয়, ২১৬টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৭৪৮টি নমুনা সংগ্রহ এবং ১৩হাজার ৫৭০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ৪০লাখ ৫৭ হাজার ৫৯৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
২৪ ঘণ্টায় শনাক্তের হার ৪ দশমিক ৩১ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯১ দশমিক শূন্য ৪ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫৪ শতাংশ।
Leave a Reply