1. tasermahmud@gmail.com : admi2017 :
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
শনিবার, ২৬ জুলাই ২০২৫, ০৭:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ক্ষমতা পেলে দলের মত দেশও নিয়ন্ত্রণ করতে পারবে জামায়াত: শফিকুর রহমান মাইলস্টোন ট্রাজেডি মাকিন নামের আরেক ছাত্রের মৃত্যু ফিলিস্তিনকে ফ্রান্সের স্বীকৃতি দেওয়া নিয়ে যা বলল সৌদি আরব মাইলস্টোন ট্রাজেডি নিহত লামিয়াকে চোখের জলে বিদায় বিমান দুর্ঘটনায় নিহতদের জন্য দেশজুড়ে বিশেষ দোয়া বিমান বিধ্বস্তের সময় কত শিক্ষার্থী ছিল মাইলস্টোনে, জানালেন শিক্ষক শক্তিশালী পাসপোর্ট সূচকে ভারত ৭৭ , পাকিস্তান ৯৬, বাংলাদেশ ৯৪ বেবিচকের ফ্লাইট সেফটি পরিচালক আহসান হাবীবকে প্রত্যাহার সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ, ধাওয়া-পাল্টাধাওয়া শেখ হাসিনার দুদকের ৬ মামলার বিচার হবে দুই আদালতে

বিশ্বব্যাপী করোনা শনাক্ত ১১ কোটি ছুঁইছুঁই

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২১

বিশ্বব্যাপী কোভিড-১৯ শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ১১ কোটির কাছাকাছি পৌঁছেছে এবং মৃতের সংখ্যা ২৪ লাখ ২৮ হাজার ছাড়িয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে জন হপকিন্স বিশ্ববিদ্যালয় (জেএইচইউ) থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, করোনাভাইরাসে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ২৪ লাখ ২৮ হাজার ৪৯২ জনে। এছাড়া, ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ কোটি ৯৮ লাখ ৭২ হাজার ৩৪৮ জনে।

চীনের উহানে ২০১৯ সালের ডিসেম্বরে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। গত ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে মহামারী ঘোষণা করে। এর আগে ২০ জানুয়ারি জরুরি পরিস্থিতি ঘোষণা করে ডব্লিউএইচও।

করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এ পর্যন্ত দেশটিতে প্রায় ২ কোটি ৭৮ লাখ ২৪ হাজার আক্রান্ত এবং ৪ লাখ ৯০ হাজার ৪৪৪ জন মৃত্যুবরণ করেছেন।

পৃথিবীর দ্বিতীয় জনবহুল দেশ ভারত রয়েছে করোনায় আক্রান্ত দেশের তালিকায় দ্বিতীয় এবং মৃত্যু নিয়ে চতুর্থ অবস্থানে। ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল আক্রান্ত দেশের তালিকায় তৃতীয় স্থানে থাকলেও সর্বাধিক মৃতের সংখ্যায় রয়েছে দ্বিতীয়তে।

দক্ষিণ এশিয়ার দেশ ভারতে মোট আক্রান্ত ১ কোটি ৯ লাখ ৩৭ হাজার ছাড়িয়েছে এবং মারা গেছেন ১ লাখ ৫৫ হাজার ৯১৩ জন। ব্রাজিলে মোট শনাক্ত রোগী প্রায় ৯৯ লাখ ৭৮ হাজার এবং মৃত্যু হয়েছে ২ লাখ ৪২ হাজার ৯০ জনের।

মেক্সিকো ১ লাখ ৭৫ হাজার ৯৮৬ জনের মৃত্যু নিয়ে এ ক্ষেত্রে তিন নম্বরে থাকালেও রোগীর সংখ্যা নিয়ে আছে ১৩তম অবস্থানে। সেখানে করোনায় আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৪ হাজারের বেশি।

রোগী শনাক্তের দিক দিয়ে উল্লেখযোগ্য কয়েকটি দেশ হলো যুক্তরাজ্য (৪০ লাখ ৮৩ হাজারের বেশি), রাশিয়া (৪০ লাখ ৬৬ হাজারের অধিক), ফ্রান্স (৩৫ লাখ ৭৩ হাজার ছাড়িয়েছে) ও স্পেন (ছাড়িয়ে গেছে ৩১ লাখ ৭ হাজার)।

মৃতের দিক দিয়ে বিশ্বে পঞ্চম স্থানে আছে যুক্তরাজ্য (১ লাখ ১৯ হাজার ১৫৯ জন)। তারপরে ইতালিতে ৯৪ হাজার ৫৪০ জন, ফ্রান্সে ৮৩ হাজার ২৭১ জন ও রাশিয়ায় ৮০ হাজার ১১৮ জন মারা গেছেন।
সূত্র : ইউএনবি

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com