দশ বছর আগের বিধ্বংসী ভূমিকম্পের পর তীব্র শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে জাপানের ফুকুশিমায়। শনিবার রিখটার স্কেলে ৭.৩ মাত্রার ভূমিকম্পে সেখানে প্রায় ১০ লাখ বাড়িঘর ছিল অন্ধকারে। ১০ বছর আগে ২০১১ সালে একই এলাকায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। তাতে ফুকুশিমা পারমাণবিক স্থাপনায় মারাত্মক বিপর্যয় দেখা দেয়। সেই ঘটনাই যেন এদিন আবার ফিরে এসেছিল। এ খবর দিয়েছে লন্ডনের অনলাইন গার্ডিয়ান। এতে আরো বলা হয়, ফুকুশিমা উপকূলে ৬০ কিলোমিটার গভীরে এই ভূমিকম্পের উৎস। এর ফলে পুরো অঞ্চলে বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
Leave a Reply