একমাত্র মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দুই দুই বার অভিশংসনের মুখোমুখি হয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু গতকাল শনিবার অনুষ্ঠিত অভিশংসন শুনানি থেকে মুক্তি পেয়েছেন তিনি। তার বিরুদ্ধে ক্যাপিটল দাঙ্গায় উসকানি দেওয়ার অভিযোগ ছিল। তবে অভিশংসন হতে সিনেটের দুই-তৃতীয়াংশ সদস্যের যে ভোটের প্রয়োজন তা পূরণ না হওয়ায় পার পেয়ে গেলেন ট্রাম্প।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়,যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় গতকাল শনিবার ভোটাভুটিতে মোট ১০০ আসনের সিনেটে ৫৭ জন সিনেটর ট্রাম্পকে দোষী সাব্যস্ত করার পক্ষে মত দেন। বিপক্ষে পড়ে ৪৩ ভোট। অর্থাৎ আর ১০ ভোট হলেই অভিশংসিত হতেন ট্রাম্প।
ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির সাতজন সিনেটর তার বিরুদ্ধে ভোট দিয়েছেন। কিন্তু অভিংশসিত করতে জো বাইডেনের দল ডেমোক্র্যাটিক পার্টির অন্তত ১৭ জন রিপাবলিকানের সমর্থন প্রয়োজন ছিল।
অভিশংসন থেকে রেহাই পেয়ে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সামনে অনেক কাজ। আমেরিকার উজ্জ্বল ও সীমাহীন সম্ভাবনার বার্তা নিয়ে তিনি দ্রুতই ফিরবেন বলে উল্লেখ করেন।
গত ৬ জানুয়ারি মার্কিন কংগ্রেস ভবন ক্যাপিটল হিলে আক্রমণ চালান ট্রাম্পের সমর্থকরা। ওই হামলায় মদদ দেওয়ার অভিযোগে জানুয়ারিতেই ট্রাম্পের বিরুদ্ধে প্রতিনিধি পরিষদে অভিশংসন প্রস্তাব পাস হয়। এরপর গত ৯ ফেব্রুয়ারি সিনেটে অভিশংসন আদালতের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। ডেমোক্রেটিক পার্টির পক্ষে থেকে অভিশংসন দণ্ড কার্যকর করার জন্য সিনেটে আদালত বসে।
সিনেটে ট্রাম্প রেহাই পেয়ে যাবেন, তা আগেই অনুমিত ছিল। এর আগে ক্ষমতায় থাকাকালে আরেকবার প্রতিনিধি পরিষদে অভিশংসিত হলেও সিনেটে পার পেয়ে যান ডোনাল্ড ট্রাম্প।
Leave a Reply