উত্তরাখণ্ডের ভয়াবহ বিপর্যয় প্রাকৃতিক কারণে হয়েছে তা মানতে নারাজ রাইনি ও জুগাজু গ্রামের জীবিত বৃদ্ধরা। তারা মনে করছেন, ৫৬ বছর আগে ভারতীয় সেনাবাহিনীর নন্দাদেবী অভিযানের সময় হারিয়ে যাওয়া একটি তেজস্ক্রিয় যন্ত্রই এই বিশাল হিমবাহকে গলিয়ে ধস, হড়পা বান এর সৃষ্টি করেছে। কারণ, ধসের সময় তারা দমবন্ধ করা ঝাঁঝালো, কটু একটা গন্ধ পেয়েছেন। সাধারণ পাহাড়ি ধসের সময় এমন কটু গন্ধ মেলে না। দুটি গ্রামের জীবিত বয়ঃবৃদ্ধরা সেনাবাহিনীকে জানিয়েছে ৫৬ বছর আগে ১৯৬৫ সালে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর সাহায়তায় আর্মি ইন্টেলিজেন্স চীনাদের সম্পর্কে জানার অভিপ্রায় নিয়ে একটি যৌথ অভিযান চালিয়েছিল নন্দাদেবীতে। সেইসময় তারা একটি তেজস্ক্রিয় যন্ত্র ফেলে যায়। পরে সেই যন্ত্র উদ্ধারের জন্যে অনেকগুলি অভিযান হলেও সেই যন্ত্র আর মেলেনি। রাইনি ও জুগাজু গ্রামের বৃদ্ধরা সেইসময় মালবাহকের কাজ করেছিলেন অভিযাত্রী দলের। তাঁদের ধারণা, হারিয়ে যাওয়া তেজস্ক্রিয় যন্ত্রের উত্তাপেই বিশাল হিমবাহটি গলে ধসের রুপ নেয়।
Leave a Reply