1. tasermahmud@gmail.com : admi2017 :
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০২:২০ পূর্বাহ্ন

যুক্তরাজ্যে করোনায় মৃত্যু-আক্রান্ত কমছে

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী, ২০২১
Staff wear personal protective equipment (PPE) as they work at the Royal Liverpool Hospital in Liverpool, northwest England on April 18, 2020. - Britain's death toll from the coronavirus rose by 847 on Friday, health ministry figures showed, a slightly slower increase than the previous day but still among the worst rates globally. (Photo by Paul ELLIS / AFP) (Photo by PAUL ELLIS/AFP via Getty Images)

যুক্তরাজ্যে মহামারি করোনার প্রকোপে এখন পর্যন্ত ১ লাখ ১২ হাজার ৭৯৮ জনের মৃত্যু হয়েছে। তবে, শুরুর দিকে থেকে দেশটিতে এ ভাইরাসে আক্রান্ত ও মৃত্যু দুটোই কমেছে। দেশটির প্রতিটি অঞ্চলের জনগণকে ভাইরাস প্রতিরোধে টিকা প্রয়োগের কারণে বর্তমান অবস্থায় বিরাজ করছে।

ভ্যাকসিন ছাড়াও যুক্তরাজ্যে লকডাউন সতকর্তা বেশ ভালোভাবেই পালন করছে জনগণ। বিবিসি তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, দেশটিতে গত ছয় সপ্তাহের মধ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গতকাল সোমবার পর্যন্ত মৃত্যুর সংখ্যা ছিল সর্বনিম্ন।

যুক্তরাজ্যের স্বাস্থ্যকর্তৃপক্ষ জানিয়েছে, গতকাল সোমবার সেখানে মৃত্যু হয়েছে ৩৩৩ জনের। গত রোববার করোনায় মৃত্যু হয়েছে ৩৭৩ জন, আগের দিন শনিবার ৮২৮ জন এবং গত শুক্রবার ছিল এক হাজার ১৪ জন।

সোমবার দেশটিতে করোনা আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ১০৪ জন। গত রোববার এর পরিমান ছিল ১৫ হাজার ৮৪৫ জন, আগের দিন শনিবার ছিল ১৮ হাজার ২৬২ জন।

গতকাল সোমবার পর্যন্ত দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৩৯ লাখ ৫৯ হাজার ৭৮৪ জন।

উল্লেখ্য, যুক্তরাজ্যে এ পর্যন্ত করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন এক কোটি ২৯ লাখ ৪০ হাজার ছয় জন, দ্বিতীয় ডোজ নিয়েছেন পাঁচ লাখ ১২ হাজার ৫৮১ জন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com